Bizarre News

শখ করে পুষেছিলেন কুকুর, ২ বছরে ১১৪ কেজি ওজন দেখে মালিক হতভম্ব, বোঝা গেল আসল ব্যাপার!

২০১৮ সালে সু মৌ নামে এক ব্যক্তি তিব্বতীয় ম্যাসটিভ ভেবে একটি পোষ্যছানা বাড়িতে নিয়ে আসেন। দু’ বছরে তার ওজন দাঁড়ায় প্রায় ১১৪ কেজি। কী ভাবে সম্ভব হল?

Advertisement
সংবাদ সংস্থা
উহান (চিন) শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ১০:২৩
Pet dog

পোষ্যটি যতই বড় হচ্ছিল ততই ভালুকের মতো দেখতে লাগছিল। ছবি: শাটারস্টক।

বাড়িতে একটা পোষ্য থাকলে মনটা বেশ ভালই লাগে। খুদের আবদারে বাড়িতে মিষ্টি কুকুরছানা নিয়ে এসেছিল এক চিনা পরিবার। তবে কিছু দিনের মধ্যেই সেই পোষ্যের ২৫০ পাউন্ড (প্রায় ১১৪ কেজি) ওজন দেখে চক্ষু চড়কগাছ তাঁদের। চারপেয়ে পোষ্য হঠাৎই হাঁটতে শুরু করল দুই পায়ে। ভাবছেন তো হলটা কী?

২০১৮ সালে সু মৌ নামে এ ব্যক্তি তিব্বতীয় ম্যাসটিভ ভেবে একটি পোষ্যছানা বাড়িতে নিয়ে আসেন। পোষ্যটি যত বড় হতে লাগল ততই সন্দেহ বাড়ল তাঁর। ১১৪ কেজির পোষ্যকে যখন দু’ পায়ে হাঁটতে দেখেন, হুনান প্রদেশের বাসিন্দা সু মৌ হতবাক হয়ে যান! একটা বড় বাক্স ফল ও এক বালতি নুডলস একাই খেয়ে ফেলত সে। তিব্বতীয় ম্যাসটিভের ওজন খুব বেশি হলে ১৫০ পাউন্ড (প্রায় ৬৮ কেজি) হয়।

Advertisement

পোষ্যটি যতই বড় হচ্ছিল ততই ভালুকের মতো দেখতে লাগছিল। দেখলেই যেন ভয় লাগত, দাবি সু মৌয়ের। দু’ বছর পর তিনি নিশ্চিত হলেন, কুকুর নয়, আদতে ভালুক পুষেছেন তিনি! বাড়িতে বন্যপ্রাণী পোষা বেআইনি। তাই বন দফতরকে সে ভালুকটিকে নিয়ে যাওয়ার কথা বলেন। বন দফতর কর্মীরা যাচাই করে সু কে জানান, পোষ্যটি আদতে এশিয়ান ব্ল্যাক বিয়ার। প্রাপ্তবয়সে তার ওজন হবে প্রায় ৪০০ কেজি। সু-এর সম্মতিতে বন দফতের কর্মীরা ভালুকটিকে নিয়ে যান নিজেদের সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement