টিয়ার কাণ্ড ছবি: সংগৃহীত
ছিল রুমাল হয়ে গেল বিড়াল বোধহয় একেই বলে। বন্ধ বাড়ির ভিতর থেকে ভেসে আসছিল আর্তনাদ। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই চোখ কপালে সকলের। মানুষ নয়, সাহায্য চেয়ে আর্তনাদ করছিল বাড়ির পোষা টিয়াপাখি!
ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ওয়াইল্ড গ্রিন অঞ্চলে। সন্ধ্যা নাগাদ একটি বন্ধ বাড়ির ভিতর থেকে ভেসে আসতে শুরু করে একটি আওয়াজ। ওই বাড়িতে নিজের ছেলের সঙ্গে থাকেন এক বৃদ্ধা। আওয়াজ শুনে আশেপাশের লোকজন ভাবেন, যেন করুণ গলায় সাহায্য চাইছেন তিনি। পাড়া-প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে শেষমেশ খবর দেন, ওয়েস্ট মিডল্যান্ড পুলিশে। পুলিশ এসে তড়িঘড়ি দরজা ভেঙে ঢোকে বাড়ির ভিতরে। কিন্তু গোটা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও কাউকে খুঁজে পাওয়া যায়নি। বাড়িতে পুলিশ আসার খবর শুনে ছুটে আসেন বাড়ির মালিকও। তিনি আসতেই উদ্ধার হয় রহস্য। বাড়ির মালিক জানান, তাঁদের পোষ্য কথা-বলা টিয়াপাখিটিই ঘটিয়েছে এমন কাণ্ড।
এমন রহস্যময় পরিস্থিতির এমন হাস্যরসাত্মক পরিণতিতে হাসিতে ফেটে পড়েন সকলেই। কীর্তিমান টিয়া মহাশয়ের সঙ্গে নিজস্বীও নেন পুলিশকর্মীরা। এই ছবি-সহ গোটা ঘটনাটিই টুইটারে প্রকাশ করা হয়েছে প্রশাসন সূত্রে। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই টুইটটিও।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
#CTEAM Sutton respond to a report of an elderly female shouting for help inside her address. Entry forced and searched however no sign of the female. Son arrives and informs PC JUKES that the Parrot in the living room talks and was the one shouting Help! #ResponsePolicingWeek BTJ pic.twitter.com/JCKKEuBzhv
— Force Response - #StayAlert (@ResponseWMP) June 15, 2022