রেলের কামরায় রেস্তরাঁ। ছবি: পশ্চিম-মধ্য রেল
এ যেন ছিল রুমাল হয়ে গেল বিড়ালের মতোই ঘটনা। ছিল রেলের বাতিল কামরা, হয়ে গেল ঝাঁ-চকচকে রেস্তরাঁ।
পশ্চিম-মধ্য রেলের তরফে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের জবলপুর স্টেশনে যাত্রী পরিবহন করতে অক্ষম একটি রেলের কামরাকে নতুন ভাবে সাজিয়ে নির্মিত হয়েছে একটি সুসজ্জিত রেস্তরাঁ। জবলপুর স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে থাকবে এই রেস্তরাঁটি। খুলে গেলে এটি থেকে বছরে প্রায় ১৩ লক্ষ টাকার মুনাফা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। মূলত পাঁচ বছরের ভিত্তিতে এই রেস্তরাঁ ভাড়া দেওয়া হতে পারে। তবে মূল মালিকানা আপাতত রেলের হাতে থাকছে বলেই খবর।
এই উদ্যোগ অবশ্য এই প্রথম নয়। ২০২০ সালে পূর্ব রেলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের আসানসোল স্টেশনে একই ধরনের রেস্তরাঁ খোলা হয়েছিল। মূলত পাঁচ বছরের চুক্তিতে বিভিন্ন বেসরকারি সংস্থাকে কাজে লাগিয়ে রেস্তরাঁর মাধ্যমে অর্থ উপার্জন করাই পরিকল্পনার লক্ষ্য। আগামী পাঁচ বছরে এই ধরনের আরও ছয়টি রেস্তরাঁ খুলে প্রায় ৩.৩ কোটি টাকা উপার্জনের লক্ষ্য রয়েছে রেলের। জবলপুরের পরে ভোপালেও এই ধরনের আরেকটি রেস্তরাঁ খোলার পরিকল্পনা রয়েছে বলে খবর পশ্চিম মধ্য রেল সূত্রে।