Kitchen

Kitchen Hacks: কুটনো কোটার পর হাতে পেঁয়াজ-রসুনের গন্ধ যাচ্ছেই না? কী করবেন জেনে নিন

তরকারিতে পেঁয়াজ ও রসুনের ব্যবহার রোজকার বিষয়। কিন্তু তারপর সারাদিন হাতে পেঁয়াজ ও রসুনের গন্ধ থেকেই যায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১৬:৫৩
পেঁয়াজ-রসুনের গন্ধ হাত থেকে যাবে কী করে?

পেঁয়াজ-রসুনের গন্ধ হাত থেকে যাবে কী করে? ছবি: সংগৃহীত

সেদিন রান্না করে বাড়ি থেকে অফিস পৌঁছেই দেখলেন হাত থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ একটুও ফিকে হয়নি। একটু পরেই বসের সঙ্গে মিটিং, অন্যান্য সহকর্মীরাও এসে পড়বে। চটজলদি বাথরুমে গিয়ে ভাল করে সাবান দিয়ে হাত ধুয়েও গন্ধ গেল না। কারণ পেঁয়াজ-রসুনে সালফার থাকে। সেদিনের মতো সমস্যা থেকে মুক্তি পেলেন কোনও ভাবে। কিন্তু বিষয়টা ভুললেন না। জেনে নিন কী করলে রসুন বা পেঁয়াজ কাটার পর গন্ধ থেকে মুক্তি পাবেন।

পাতি লেবুর রস

Advertisement

পাতি লেবু চেপে হাতে কয়েক ফোঁটা রস বার করে হাতের তালুতে মাখিয়ে রাখুন। মিনিট ১৫ পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন, দেখবেন গন্ধ একদম চলে গিয়েছে।

দাঁতের মাজন

যে কোনও ফ্লোরাইডযুক্ত দাঁতের মাজন হাতে লাগিয়ে ভাল করে মাখিয়ে রেখে দিন। মিনিট দশেক পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে গন্ধ দূর হবে।

তেল

পেঁয়াজ বা রসুন কাটার আগে হাতে ভাল করে সরষের তেল মেখে নিন। তাহলে পেঁয়াজ-রসুনের গন্ধ হাতে লাগবে না। সবশেষে তেল ধুয়ে নিতে আগে সাবান মাখুন, তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন।

কী দিয়ে হাত ধুলে চলে যাবে এই গন্ধ?

কী দিয়ে হাত ধুলে চলে যাবে এই গন্ধ?

অ্যাপেল সিডার ভিনিগার

অ্যাপেল সিডার ভিনিগার কয়েক ফোঁটা নিয়ে হাতে মাখিয়ে নিন। মিনিট ১৫ পর ঠান্ডা জলে ধুয়ে নিন, গন্ধ চলে যাবে।

নুন ও সাবান জল

সাবান জলে শুধু গন্ধ যাবে না। তাই সাবান জলে একটু নুন মিশিয়ে নিয়ে ভাল করে হাতে লাগিয়ে রাখুন। কিছু সময় পর ঠান্ডা জলে হাত ধুয়ে নিন, গন্ধ থাকবে না।

Advertisement
আরও পড়ুন