Viral Video

বাবা জেলবন্দি, মা হাসপাতালে, থানায় ডিউটির মাঝেই সদ্যোজাতকে স্তন্যপান করালেন পুলিশকর্মী

বাবা জেলে আর অসুস্থ মা হাসপাতালে ভর্তি, ক্ষুধার্ত শিশুকে স্তন্যপান করালেন এক পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে কেরলে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ১৩:৩৩
Kerala police officer breastfeeds starving baby as father imprisoned and mother hospitalized.

মায়ের ভূমিকায় পুলিশকর্মী। ছবি: ফেসবুক।

সম্প্রতি এক পুলিশ অফিসারের কীর্তি মন ছুঁয়েছে নেটাগরিকদের। বাবা জেলে আর অসুস্থ মা হাসপাতালে ভর্তি, ক্ষুধার্ত শিশুকে স্তন্যপান করালেন এক পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে কেরলে। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ডিউটি চলাকালীন একটি শিশুকে স্তন্যপান করাচ্ছেন পুলিশকর্মী।

Advertisement

মহিলা পুলিশকর্মীর নাম আর্যা। ৪ মাসের ছোট্ট শিশুটির বাবা তখন জেলবন্দি আর মা ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি। সদ্যোজাত ছাড়াও মহিলার আরও তিনটি সন্তান রয়েছে। বাবা-মা কাউকেই কাছে পাচ্ছিল না মহিলার চার সন্তান। কোচির কন্ট্রোল রুম থেকে মহিলা পুলিশকর্মীকে এই বিষয়ে জানানো হয়। মহিলা পুলিশকর্মী শিশুদের বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসেন থানায়। খিদের জ্বালায় তারস্বরে কাঁদতে শুরু করে সদ্যোজাত। পুলিশের তরফে যে খাবার দেওয়া হয়, তা সদ্যোজাতের উপযোগী নয়। সদ্যোজাত দুধ ছাড়া কিছুই খায় না। ওর কান্না থামাতে মায়ের ভূমিকা পালন করলেন আর্যা। স্তন্যপান করিয়ে শিশুর কান্না থামালেন তিনি।

Kerala police officer breastfeeds starving baby as father imprisoned and mother hospitalized.

শেষমেশ চার শিশুকে একটি শহরের শিশুসুরক্ষা কেন্দ্রে হস্তান্তর করা হয়। ছবি: ফেসবুক।

শেষমেশ চার শিশুকে একটি শহরের শিশুসুরক্ষা কেন্দ্রে হস্তান্তর করা হয়। পুলিশকর্মীর এই কাজ মনে ধরেছে সকলের। প্রশংশিত হয়েছেন তিনি।

আরও পড়ুন
Advertisement