Online Nikah

ভিডিয়ো কলে এক হল চার হাত, কানপুরের কনের সঙ্গে বিয়ে হল জার্মানির বরের

কর্মসূত্রে জার্মানিতে থাকেন হবু বর। কাজের চাপে বিয়ের জন্য ফিরতে পারলেন না দেশে। শেষমেশ অনলাইলেই মিটল বিয়ের পর্ব।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ১৪:৩২
Kanpur girl marries a guy in Germany via video call.

অনলাইনেই নিকাহ। ছবি: সংগৃহীত।

অনলাইনেই মিটল গোটা বিয়ের পর্ব। হবু কনে যখন কানপুরের মসজিদে বসে, হবু বর মহম্মদ হাসান তখন জার্মানিতে। অনলাইনেই বিয়ে করলেন দু’জনে। মুফতি সাহেবের নিকাহ পড়া থেকে সমস্ত আচার-অনুষ্ঠান— সবই সম্পূর্ণ হল অনলাইনে। কোভিডের সময়ে এমন ঘটনা শোনা গেলেও কোভিড পরবর্তী সময়ে এমন ঘটনা এই প্রথম নজরে এল। কাজের সূত্রে জার্মানিতে থাকেন হোসেন।

Advertisement

বিয়ের আগে ছেলেমেয়ে দু’জনের বাবা-মা মুফতি সাহেবের সঙ্গে সমস্যা নিয়ে কথা বলেন। মুফতি সাহেবই অনলাইনে বিয়ে করানোর প্রস্তাব দেন। মুফতি সাহেবের সিদ্ধান্তে দুই পরিবারের লোকজনই সায় দেন।

অনলাইন নিকাহ পর্বে বর-কনে আর মুফতি সাহেব ছাড়াও পরিবারের সদস্যরাও বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছিলেন। বিয়ের পর দুই বাড়িতেই ঘটা বিয়ের পর ঘটা করে খাওয়াদাওয়াও করানো হয়েছে। অনলাইনেই চলে নবজম্পতিকে আশীর্বাদ দেওয়ার পর্ব।

কোভিডের সময়ে অনেকেই বাধ্য হয়ে অনলাইন বিয়ে করেছেন। তবে কোভিড মিটে গেলেও এ ভাবে বিয়ে করার চল ধীরে ধীরে বাড়ছে।

Advertisement
আরও পড়ুন