ভারত যে পদক্ষেপই করুক, তা বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবেই করবে। —প্রতীকী চিত্র।
বিদেশসচিব বিক্রম মিস্রী ঢাকায় গিয়ে বলে এসেছিলেন, ভারত যে পদক্ষেপই করুক, তা বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবেই করবে। বাংলাদেশিদের স্বার্থ বিপন্ন হলে, সে দেশে আগুন লাগলে তার ধোঁয়া সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ, ত্রিপুরা অসমের মতো রাজ্যে আসবে, এ কথা মাথায় রেখেই চলতে চাইছে সাউথ ব্লক।
বাংলাদেশে ছড়িয়ে পড়া ভারত-বিরোধিতার প্রেক্ষাপটেই আজ কাকিনাড়া বন্দর থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল পৌঁছেছে চট্টগ্রামে। সেই চাল, ‘টানিস ড্রিম’ নামক ভারতীয় জাহাজ থেকে বন্দরে নামানো হচ্ছে বলেও খবর। কূটনৈতিক শিবির এটাও মনে করিয়ে
দিচ্ছে, ঠিক এক মাস আগে বাংলাদেশের সংখ্যালঘু নেতা চিন্ময়কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সাউথ ব্লক এ কথাই বুঝিয়ে দিতে চাইছে, অন্তর্বর্তী সরকারের বর্তমান নীতি এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে বার বার মোদী সরকার সরব হলেও সে দেশের মানুষ এবং যুব সম্প্রদায় যাতে কোনও সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করাটাও ভারতের লক্ষ্য।
আগামী দিনে চট্টগ্রামে আরও চাল পৌঁছনোর কথা বলে জানানো হয়েছে নয়াদিল্লি সূত্রে। ভারতীয় পণ্য নিষিদ্ধ করার ডাক দিয়ে বিগত দিনে অনেক বাংলাদেশি রাজনীতিবিদই সরব হয়েছেন। ভারতীয় শাড়ি জনসমক্ষে পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে এরই মাঝে কৃষিপণ্যের ক্ষেত্রে বাংলাদেশ যে পুরোপুরি ভারত-নির্ভর, তা বার বার সামনে এসেছে। এ কথাও স্পষ্ট, পাকিস্তান থেকে ঢাকা সাময়িক ভাবে পেঁয়াজ আমদানি করলেও তা বাংলাদেশের বিপুল প্রয়োজন মেটাতে কোনও ভাবেই সক্ষম হবে না। জানা গিয়েছে, গত ১০ ডিসেম্বর ভারত থেকে বন্দরটিতে ৩০ টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশি সংস্থা। তার আগে ৭ ডিসেম্বর, ৩ ডিসেম্বর, ২৭ নভেম্বর, ২০ নভেম্বর এবং ১৮ নভেম্বরও পেঁয়াজ আমদানি করেছে তারা। এই আবহে মোট ৬ দফায় ১৮০ টন পেঁয়াজ বাংলাদেশে গিয়েছে
ভারত থেকে।
উল্লেখ্য, কয়েক দিন আগেই বাংলাদেশের অর্থ মন্ত্রকের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ দাবি করেছিলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপড়েন জারি থাকলেও তার প্রভাব বাণিজ্যের উপরে পড়বে না। তবে বাংলাদেশে হিন্দুদের উপরে হামলার ঘটনায় এ পারে যে প্রতিবাদ দেখা গিয়েছে, তাতে শঙ্কিত ছিল বাংলাদেশ। যদিও ভারত থেকে পেঁয়াজ, আলু, চালের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহে কোনও যতি পড়বে না বলেই জানিয়েছে বিদেশ মন্ত্রক।