Skin care

চুল পড়া কমবে, ত্বকের জেল্লা ফিরবে এই তেল ব্যবহার করলে

হোহোবা তেল ত্বকের এবং চুলের কী ভাবে উপকার করে, দেখে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২১ ১৮:৪৬
হোহোবা তেলের অনেক গুণ।

হোহোবা তেলের অনেক গুণ।

ত্বক এবং চুলের যত্নে হালে খুব জনপ্রিয় হয়েছে হোহোবা তেল। এই তেলে ব্যাকটিরিয়া-ঘটিত সংক্রমণ আটকানোর উপাদান রয়েছে। ফলে ত্বকের নানা সমস্যার সমাধান করতে পারে এই তেল।

হোহোবা তেল ত্বকের এবং চুলের কী ভাবে উপকার করে, দেখে নেওয়া যাক।

Advertisement

ত্বকের যত্নে: ত্বকের নানা ধরনের সংক্রমণ আটকাতে পারে হোহোবা তেল। পারে ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে দিতে। কী ভাবে হোহোবা তেল ত্বকে ব্যবহার করবেন? ১ চামচ হোহোবা তেলের সঙ্গে ২-৩ ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে নিন। তার পরে ত্বকের যেখানে হোহোবা তেল লাগাতে চান, সেখানে ১০-১৫ মিনিট ধরে মালিশ করুন। এর পরে অল্প ময়শ্চারাইজার লাগিয়ে দিতে পারেন ত্বকের ওই জায়গায়।

চুলের যত্নে: ১ চামচ হোহোবা তেলের সঙ্গে ১ চামচ ক্যাসটর তেল মেশান। তার মধ্যে ২ ফোঁটা রোজমেরি তেল দিন। এ বার এই মিশ্রন চুলে মাখিয়ে দিন। ২০ মিনিট রাখার পরে ধুয়ে ফেলুন। এতে চুলের গোড়া শক্ত হবে। মাথার তালুতে চুলের গোড়ায় যদি ব্যাকটিরিয়া ঘটিত কোনও সংক্রমণ থেকে থাকে, সেটাও কমে যাবে এই তেলের কারণে। চুল পড়া কমবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement