Jama Masjid

দিল্লির জামা মসজিদে মেয়েদের একা প্রবেশ নিষেধ! কেন নতুন নিয়ম, জানালেন মসজিদ কর্তৃপক্ষ

খবর চাউর হতেই মসজিদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে বিভিন্ন মহল। দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন জামা মসজিদের ইমামকে চিঠি লিখেছেন এ বিষয়ে।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ১৬:১৬
জামা মসজিদে প্রবেশ নিষেধ ‘একা’ মহিলার।

জামা মসজিদে প্রবেশ নিষেধ ‘একা’ মহিলার। ছবি: শাটারস্টক।

দিল্লির জামা মসজিদে আর একা প্রবেশ করতে পারবেন না মহিলারা। এই খবর চাউর হতেই মসজিদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে বিভিন্ন মহল।

দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জামা মসজিদের ইমামকে একটি চিঠি লিখে মসজিদে মহিলাদের একা প্রবেশ নিষিদ্ধ করার বিষয় ক্ষোভ উগরে দিয়েছেন।

Advertisement

টুইটারে স্বাতি মালিওয়াল লিখেছেন, ‘‘জামা মসজিদে মহিলাদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত একেবারেই ভুল। এক জন পুরুষের যেমন উপাসনার অধিকার আছে, তেমনই এক জন নারীরও আছে। আমি জামা মসজিদের ইমামকে নোটিস পাঠিয়েছি। উপাসনা কেন্দ্রে নারীদের এ ভাবে প্রবেশ নিষিদ্ধ করার অধিকার কারও নেই।’’

জামা মসজিদের জনসংযোগ কর্মকর্তা সাবিউল্লাহ খান এই বিষয় সংবাদমাধ্যমকে বলেন, ‘‘মসজিদে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়নি, কেবল বলা হয়েছে তাঁরা আর একা আসতে পারবেন না। মেয়েরা মসজিদকে ছেলেদের সঙ্গে দেখা করার জায়গা হিসাবে ব্যবহার করে, মসজিদ প্রাঙ্গণে টিকটক ভিডিয়ো শুট করে এবং নাচও করে। এই কাজগুলি যাতে বন্ধ হয় সেই জন্যই এই কড়া সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’’

সাবিউল্লাহ আরও বলেন, ‘‘পরিবারের সঙ্গে এলে বা বিবাহিত হলে মসজিদে ঢুকতে কোনও বাধা নেই। তবে মসজিদকে পার্ক ভেবে ছেলেদের সঙ্গে দেখা করতে আসার জন্য ব্যবহার করা হলে তা কখনই বরদাস্ত করা হবে না। এই রকম আচরণ মন্দির বা গুরুদ্বার কোনও ধর্মীয় স্থানই মেনে নেবে না। মসজিদ প্রার্থনা করার জায়গা আর মসজিদকে যেন সেই কাজের জন্যই ব্যবহার করা সেই জন্যই এমন সিদ্ধান্ত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement