দৈর্ঘ্যে এবং প্রস্থে ৬ মিটার, ৩২০০ স্কোয়ার ফুটের রঙিন রঙ্গোলি ফুটিয়ে তুলেছেন মা এবং মেয়ে। ছবি: টুইটার
অবাঙালিদের মধ্যে রঙ্গোলি দেওয়ার চল বহু দিনের। দীপাবলি বা রঙের উৎসব দোল ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে রঙ্গোলি দেওয়ার রেওয়াজ রয়েছে। সাধারণত রঙিন চালের বা চকের গুঁড়ো দিয়ে ঘরের দরজার সামনে, ঘরের কোণে দেওয়া হয় এই রঙ্গোলি।
সম্প্রতি তামিলনাড়ুর এক রঙ্গোলি শিল্পী সুধা রবি এবং তাঁর মেয়ে রক্ষিতা পোঙ্গল উপলক্ষে বানিয়ে ফেলেছেন এমনই একটি রঙ্গোলি। তবে সাধারণ ভাবে যে সব জিনিস দিয়ে রঙ্গোলি দেওয়া হয়, এই ক্ষেত্রে তা ব্যবহার করা হয়নি। বদলে ব্যবহার করা হয়েছে ২৬,০০০ আইসক্রিমের কাঠি।
দৈর্ঘ্যে এবং প্রস্থে ৬ মিটার, ৩২০০ স্কোয়ার ফুটের রঙিন রঙ্গোলিতে মা এবং মেয়ে ফুটিয়ে তুলেছেন তামিলনাড়ুর বিখ্যাত কবি, সাহিত্যিক তিরুভাল্লুভর, আভাইয়ার, ভারাথিয়ার এবং ভারাতিদাশনের চিত্র। রঙ্গোলি শিল্পী সুধা বলেন, “দক্ষিণের এই চার কবির প্রতি শ্রদ্ধা জানাতেই আমার এই উদ্যোগ। তরুণ প্রজন্মের সঙ্গে দেশের এই প্রথিতযশা কবিদের পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদেরই।”