Hair care

Hair Care: প্রাকৃতিক উপায়ে চুল সোজা করবেন কী ভাবে?

ঘরে বসে প্রাকৃতিক উপায়ে চুল সোজা করাও সম্ভব। এ জন্য দরকার বিশেষ হেয়ার মাস্ক।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪৩
ঘরোয়া উপায়ে চুল সোজা করবেন কী ভাবে?

ঘরোয়া উপায়ে চুল সোজা করবেন কী ভাবে? ছবি: সংগৃহীত

অনেকেই সোজা চুল চান। কিন্তু বিভিন্ন রাসায়নিক উপায়ে বা চুল সোজা করার যন্ত্র দিয়ে চুল সোজা করাতে গিয়ে তার দফারফা হয়। সেই কারণে ইচ্ছা থাকলেও ‘স্ট্রেট হেয়ার’-এর বাসনা থেকে পিছিয়ে আসেন অনেকে।

কিন্তু ঘরে বসে প্রাকৃতিক উপায়ে চুল সোজা করাও সম্ভব। এ জন্য দরকার বিশেষ হেয়ার মাস্ক। দেখে নেওয়া যাক সেই মাস্ক বানাবেন কী ভাবে।

কী কী লাগবে:
• থেঁতো করা দু’টি পাকা কলা

• দুই টেবিল চামচ মধু

Advertisement

• দুই টেবিল চামচ অলিভ অয়েল

• এক টেবিল চামচ টক দই

কী ভাবে মাস্ক ব্যবহার করবেন:

প্রথমে সব ক’টি উপকরণ একসঙ্গে ভাল করে মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। তার পরে সেই মিশ্রণ ভাল করে চুলে মাখিয়ে নিন। এই মাস্ক আধ ঘণ্টা চুলে মাখিয়ে রেখে দিন। তার পরে সাধারণ জলে ধুয়ে নিন। সঙ্গে সঙ্গে শ্যাম্পু করবেন না। পরের দিন শ্যাম্পু করতে পারলে সবচেয়ে ভাল। সপ্তাহে তিন দিন এই ভাবে মাস্ক ব্যবহার করলে মাস খানেকেই চুল অনেক সোজা হয়ে যাবে।

আরও পড়ুন
Advertisement