Nalen Gurer Ice Cream

দোকান থেকে কেনার প্রয়োজন নেই, বাড়িতে সহজে বানিয়ে ফেলুন নলেন গুড়ের আইসক্রিম

নলেন গুড়ের পিঠে-পায়েস খাওয়ার জন্য তো পৌষ মাস রয়েছেই। জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগে গুড় দিয়ে তৈরি আইসক্রিম করে ফেলতে পারেন বাড়িতে। রইল রেসিপি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৯
Image of Nalen Gurer IceCream

নলেন গুড়ের আইসক্রিম বাড়িতে তৈরি করা মোটেও কঠিন কাজ নয়। ছবি: শাটারস্টক।

বাঙালির কাছে শীতকাল মানেই তো ঘোরা আর খাওয়া। টাটকা শাক-সব্জি তো বটেই, সঙ্গে গুড় দিয়ে তৈরি নানা মিষ্টি পদ। রসগোল্লা, সন্দেশ, পায়েস তো অনেক খেয়েছেন। কিন্তু বন্ধুর বিয়েতে নলেন গুড়ের আইস ক্রিম চেখে দেখার পর থেকে, মনটা সেই দিকেই পড়ে আছে। দোকানে তো আজকাল সবই কিনতে পাওয়া যায়। তবে নলেন গুড়ের আইসক্রিম বাড়িতে তৈরি করা মোটেও কঠিন কাজ নয়। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় বিশেষ ধরনের আইসক্রিমটি। কী ভাবে করবেন? রইল পদ্ধতি।

Advertisement

উপকরণ

দুধ: ৫০০ গ্রাম

নলেন গুড়: ২৫০ গ্রাম

ফ্রেশ ক্রিম: ২৫০ গ্রাম

কাজুবাদাম: ২ টেবিল চামচ

পেস্তাবাদাম: ১ টেবিল চামচ

কাঠবাদাম: ১ টেবিল চামচ

প্রণালী

১) প্রথমে একটি পাত্রে দুধ ঢেলে, ভাল করে ফুটিয়ে নিন। ঘন হয়ে না আসা পর্যন্ত ভাল করে নাড়তে থাকুন।

২) এ বার গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিন। দুধের মধ্যে ক্রিম যোগ করুন। কুচো করে রাখা বাদামগুলো দিয়ে দিন এই সময়ে।

৩) দুধ ফুটে উঠলে তার মধ্যে গুড় যোগ করুন। ঝোলা গুড় না থাকলে পাটালিও দিতে পারেন। তবে সমানে হাতা দিয়ে নেড়ে যেতে হবে। পাত্রের তলায় দুধ যেন ধরে না যায়।

৪) যে ধরনের ঘনত্ব প্রয়োজন, সেই মতো হলে গ্যাস বন্ধ করে দিন।

৫) এ বার একেবারে স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন।

৬) পছন্দের পাত্রে বা মোল্ডে দুধের মিশ্রণ ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দিন। ১০ থেকে ১২ ঘণ্টা অপেক্ষা করুন।

৭) পরের দিন সকালে ফ্রিজ থেকে বার করে নিলেই তৈরি নলেন গুড়ের আইসক্রিম। পরিবেশন করার আগে উপর থেকে ঝোলা গুড় ছড়িয়ে নিতে ভুলবেন না কিন্তু।

আরও পড়ুন
Advertisement