success attitude

সমালোচনার মুখে পড়লেই কি করতে হবে রাগ প্রকাশ, কী ভাবে সামলানো যায় পরিস্থিতি

ভুল যদি থাকে অপর তরফের, তবে সুযোগ মতো তা বুঝিয়ে দেওয়া যেতে পারে কথায় এবং কাজে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৮:২২
সমালোচনার মুখে পড়লে কী করতে হবে

সমালোচনার মুখে পড়লে কী করতে হবে

কাজের জায়গা হোক বা পরিবার, কোনও কথায় ভুল বোঝাবুঝি হতেই পারে। সমালোচনার মুখে পড়ার মতো পরিস্থিতি এসেই থাকে মাঝেমধ্যে। তার জন্য তৈরি থাকতে বলা হয় বারবার। কিন্তু কী ভাবে? এমন কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখা প্রয়োজন, যাতে একটা সমালোচনার ঘটনা আর একটিকে ডেকে না আনতে পারে।

কোনও সমালোচনা যেন তিক্ত না করে দেয় সম্পর্ক, তার জন্য কয়েকটি দিকে বিশেষ ভাবে নজর দেওয়া দরকার। তা হল—

Advertisement

• কেন সমালোচনা করা হচ্ছে ভেবে দেখা যাক
• যদি সমালোচনা হয় যুক্তিযুক্ত, তবে তা মেনে নিতে শেখা জরুরি
• মেনে নেওয়ার কারণ না থাকলেও রাগ বা বিরক্তি প্রকাশ নয়
• মাথা ঠান্ডা করে নিজের অবস্থান বোঝাতে হবে
• তখনই কথা বলার সুযোগ না থাকলে, সময় নেওয়া ভাল

সময়ের সঙ্গে অনেক ঘটনা মিলিয়ে যায়। নিজের ভুল বুঝতে পারলে ঠান্ডা মাথায় তা ঠিক করে নেওয়া যায়। ভুল যদি থাকে অপর তরফের, তবে সুযোগ মতো তা বুঝিয়ে দেওয়া যেতে পারে কথায় এবং কাজে।

আরও পড়ুন
Advertisement