FIFA World Cup Qualifier

পেরুকে হারিয়ে বিশ্বকাপের আরও কাছে আর্জেন্টিনা, ঘরের মাঠে ড্র করে বিদ্রুপের শিকার ব্রাজিল

ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পেরুকে ১-০ হারাল আর্জেন্টিনা। বিশ্বকাপের মূলপর্বে খেলার আরও কাছাকাছি চলে গেল তারা। উরুগুয়ের বিরুদ্ধে ড্র করে ঘরের মাঠেই সমর্থকদের বিদ্রুপের শিকার হল ব্রাজিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১০:৩৬
football

(বাঁ দিকে) আর্জেন্টিনার হয়ে খেলছেন মেসি। গোলের পর ব্রাজিলের গারসন (ডান দিকে)। ছবি: রয়টার্স।

ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মঙ্গলবার রাতে পেরুকে ১-০ হারাল আর্জেন্টিনা। বিশ্বকাপের মূলপর্বে খেলার আরও কাছাকাছি চলে গেল তারা। এ দিকে, উরুগুয়ের বিরুদ্ধে ড্র করে ঘরের মাঠেই সমর্থকদের বিদ্রুপের শিকার হল ব্রাজিল।

Advertisement

আর্জেন্টিনার হয়ে একমাত্র গোল করেন লাউতারো মার্তিনেস। সেই গোলে অ্যাসিস্ট লিয়োনেল মেসির। সালভাদোরে ব্রাজিলের বিরুদ্ধে উরুগুয়েকে এগিয়ে দিয়েছিলেন ফেদেরিকো ভালভার্দে। বক্সের বাইরে থেকে দর্শনীয় শটে গোল করেন তিনি। প্রায় একই রকম কায়দায় গোল করে আট মিনিট পরে সমতা ফেরান গারসন।

১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার গ্রুপে সবার আগে আর্জেন্টিনা। উরুগুয়ের থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে তারা। ১৯ পয়েন্ট নিয়ে ইকুয়েডর এবং কলম্বিয়া যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। ১৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল পঞ্চম স্থানে। এক পয়েন্ট পিছনে ষষ্ঠ স্থানে প্যারাগুয়ে। প্রথম ছ’টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। সপ্তম দল প্লে-অফ খেলবে। সেই জায়গায় রয়েছে বলিভিয়া। এর পর ভেনেজুয়েলা, চিলি এবং পেরু রয়েছে। এই তিন দলের বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম।

দেশের জার্সিতে ৩২তম গোল করে দিয়েগো মারাদোনাকে ছুঁয়ে ফেলেছেন লাউতারো। তার আগে জুলিয়ান আলভারেসের শট পোস্টে লাগে। মেসির পারফরম্যান্স খুব আহামরি না হলেও গোলের পাসটি এসেছে তাঁর পা থেকেই। ৫৫ মিনিটে তাঁর ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন লাউতারো। ম্যাচের পর গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস বলেছেন, “আমরা কোপা আমেরিকা জিতেছি। দক্ষিণ আমেরিকাতেও সবার আগে। নিজেদের পারফরম্যান্স নিয়ে গর্বিত হওয়া উচিত।”

সালভাদোরে শেষ বাঁশি বাজার পর ব্রাজিলের সমর্থকেরা নিজেদের দলের উদ্দেশে ব্যঙ্গাত্মক শিস দেন। কোচ দোরিভালের অধীনে আরও একটি খারাপ পারফরম্যান্স ব্রাজিলের। ম্যাচের পর মিডফিল্ডার রাফিনহা বলেছেন, “আমরা দারুণ খেলেছি। জিতে ফেরা উচিত ছিল। তবে এই ম্যাচের পরেও মাথা উঁচু করে মাঠ ছাড়ছি আমরা।”

Advertisement
আরও পড়ুন