অতিমারির সময়ে সারা দিন বাড়িতে বসে থেকে থেকে যে কোনও লোকেরই ইচ্ছে করবে মাঝেমধ্যে ভাল মন্দ খেতে, আবার অন্য দিকে শরীরের কথাও মাথায় রাখা প্রয়োজন।
Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ২৫ অগস্ট ২০২১ ১৬:৩২
প্রতীকী ছবি।
বর্ষার সময়ে আমাদের বিভিন্ন রকমের খাবার খাওয়ার বাসনাটা অনেক ক্ষেত্রেই চাগাড় দিয়ে ওঠে। এই সব বাসনাগুলি মূলত তেলে ভাজা, চটজলদি পাওয়া যায় এমন অস্বাস্থ্যকর খাবারের জন্য। কিন্তু বিজ্ঞানসম্মত কারণেই, বর্ষা কালে যখন বাতাসে আর্দ্রতার মাত্রা বেশ তীব্র, তখন এই রকম তেলে ভাজা খাবার বেশি না খাওয়াই আমাদের শরীরের জন্য ভাল।
কিন্তু তবুও, অতিমারির সময়ে সারা দিন বাড়িতে বসে যে কোন লোকেরই ইচ্ছে করবে মাঝেমধ্যে ভাল মন্দ খেতে, আবার অন্য দিকে শরীরের কথাও মাথায় রাখা প্রয়োজন। এমন পরিস্থিতিতে আপনার এই ইচ্ছেগুলোকে পূর্ণ করার জন্য সহজেই বানিয়ে ফেলুন বিভিন্ন ধরনের স্যুপ।
Advertisement
স্যুইট কর্ন স্যুপ
উপকরণ:
১ কাপ সিদ্ধ করা স্যুইট কর্ন
১ চামচ মাখন
১ চামচ আদা (কুচি কুচি করে কাটা)
১ চামচ গাজর (কুচি কুচি করে কাটা)
ভুট্টার শর্করা
জল
নুন
১ চামচ ভিনিগার আর লাইট সোয়া সস
১ চামচ গোলমরিচ
প্রণালী:
একটি পাত্রে মাখন নিয়ে তার মধ্যে প্রথমে আদা আর গাজর দিন। তারপর তার মধ্যে নুন, গোলমরিচ, ভিনিগার, আর লাইট সোয়া সস দিয়ে দিন।
এবার তার মধ্যে সিদ্ধ করা স্যুইট কর্ন ছোট ছোট করে কেটে দিয়ে দিন। এর পর জল দিয়ে পুরোটাকে ফোটান। এ বার কর্ন স্টার্চ দিয়ে মিশ্রণটিকে ভাল করে নাড়িয়ে নিন।