Winter Skin Care

‘বডি বাটার’ বানানো যায় বাড়িতেই, শিখে নিন তৈরির সহজ নিয়ম

সাধারণ ময়েশ্চারাইজ়ার বা ক্রিমের মধ্যে যে পরিমাণ তৈলাক্ত ভাব থাকে, তা অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য পর্যাপ্ত নয়। তা ছাড়া, সাধারণ ময়েশ্চারাইজ়ার বা ক্রিম, সারা দিন ব্যাপী ত্বকে আর্দ্র ভাব বজায় রাখতে পারে না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ২১:২২
How to make DIY body butter for winter.

কী ভাবে তৈরি করবেন গায়ে মাখার বাটার? ছবি: সংগৃহীত।

ঠান্ডা পড়তে না পড়তেই দোকানে ময়েশ্চারাইজ়ার কেনার হিড়িক শুরু হয়েছে। ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন রকম ময়েশ্চারাইজ়ার পাওয়া যায় বাজারে। তবে যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁরা সাধারণত ময়েশ্চারাইজ়ারের চেয়ে তুলনায় একটু ঘন ক্রিম ব্যবহার করতেই পছন্দ করেন। তবে ইদানীং আবার নতুন একটি প্রসাধনী এসেছে বাজারে। ক্রিমের মতোই কিন্তু ক্রিম নয়। তার চেয়ে একটু ঘন ‘বডি বাটার’ না কি শুষ্কের ত্বকের পক্ষে আদর্শ। ত্বকচর্চা বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ ময়েশ্চারাইজ়ার বা ক্রিমের মধ্যে যে পরিমাণ তৈলাক্ত ভাব থাকে, তা অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য পর্যাপ্ত নয়। তা ছাড়া, সাধারণ ময়েশ্চারাইজ়ার বা ক্রিম, সারা দিন ব্যাপী ত্বকে আর্দ্র ভাব বজায় রাখতে পারে না। কিন্তু বডি বাটার সেই কাজটি খুব ভাল ভাবে করতে পারে। তবে এই ধরনের প্রসাধনী সাধারণত একটু দামি হয়। তাই সকলের পক্ষে কেনা সম্ভব হয় না। কিন্তু বাজার থেকে কয়েকটি উপকরণ কিনে ফেলতে পারলেই বাড়িতে কম খরচে এই বডি বাটার তৈরি করে ফেলতে পারেন। কী ভাবে তৈরি করবেন গায়ে মাখার এই বাটার? রইল পদ্ধতি।

Advertisement

উপকরণ:

শিয়া বাটার: আধ কাপ

কোকো বাটার: ২ টেবিল চামচ

নারকেল তেল: ২ টেবিল চামচ

হোহোবা তেল: ২ টেবিল চামচ

পছন্দের এসেনশিয়াল অয়েল: ১০ ফোঁটা

পদ্ধতি:

১) বড় একটি বাটিতে ফুটন্ত গরম জল নিন।

২) এ বার তার মধ্যে আরও একটি পাত্র বসান। এমন ভাবে বাটি বসাবেন, যেন তার মধ্যে জল না ঢুকে পড়ে।

৩) ওই পাত্রটির মধ্যে একে একে শিয়া বাটার, কোকো বাটার এবং নারকেল তেল দিয়ে দিন।

৪) সমস্ত উপকরণ গলে একসঙ্গে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

৫) এ বার গরম জলের মধ্যে থেকে পাত্রটি সরিয়ে নিন। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

৬) আধ ঘণ্টা পর ওই মিশ্রণের মধ্যে হোহোবা তেল এবং পছন্দের যে কোনও এসেনশিয়াল অয়েল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

৭) এ বার তত ক্ষণ পর্যন্ত বাটার ভাল করে ফেটাতে থাকুন, যত ক্ষণ না তা ফুলে ঘন, কেকের ক্রিমের মতো হচ্ছে।

৮) এই প্রক্রিয়াটি হতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে। তার পর পরিষ্কার কাচের শিশিতে বাটার তুলে রাখুন।

আরও পড়ুন
Advertisement