WhatsApp Web Lock

অফিসের ল্যাপটপে খুলে রাখা হোয়াট্‌সঅ্যাপ চ্যাট কিন্তু ‘লক’ করে রাখা যায়, কী ভাবে?

হোয়াট্‌সঅ্যাপের চ্যাট সুরক্ষিত রাখতে মোবাইল তো বটেই, ল্যাপটপ বা কম্পিউটারে হোয়াট্‌সঅ্যাপ ওয়েবের পাতাটিও কিন্তু তালা-চাবি দিয়ে রাখা যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ২১:২৭
WhatsApp Web

হোয়াট্‌সঅ্যাপ ওয়েব ‘লক’ করবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

অফিস ঢুকেই প্রথম কাজ হল কম্পিউটার বা ল্যাপটপে হোয়াট্‌সঅ্যাপটি কানেক্ট করে ফেলা। না হলে কোনও কাজই হবে না। গুরুত্বপূর্ণ ফাইল, ছবি কিংবা ভিডিয়ো আদানপ্রদানের মাধ্যম হল এই হোয়াট্‌সঅ্যাপ। ল্যাপটপের স্ক্রিনে ফুটে ওঠা ‘কিউআর’ কোড স্ক্যান করে হোয়াট্‌সঅ্যাপ খুলে নেওয়া যায় সহজেই। সারা দিন একটা ট্যাবে অ্যাপটি খোলাই থাকে। সারা দিনে নয় নয় করে বার পাঁচেক বাইরে যান। একটানা বসে পায়ে ঝিঁঝিঁ ধরে যায়। তাই চেয়ার ছেড়ে কিছু ক্ষণ হাঁটাহাঁটিও করেন। নিজের ডেস্ক ছেড়ে উঠতে গেলে বার বার হোয়াট্‌সঅ্যাপ ‘লগ আউট’ করে আবার ‘লগ ইন’ করতে ইচ্ছেও করে না। সে ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যায়। হোয়াট্‌সঅ্যাপের চ্যাট সুরক্ষিত রাখতে মোবাইল তো বটেই ল্যাপটপ বা কম্পিউটারে হোয়াট্‌সঅ্যাপ ওয়েবের পাতাটিও কিন্তু তালা চাবি দিয়ে রাখা যায়। জানেন কী ভাবে?

Advertisement

১) প্রথমে কম্পিউটার বা ল্যাপটপ থেকে হোয়াট্‌সঅ্যাপটি খুলুন।

২) এ বার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে আসা ‘কিউআর’ কোডটি ফোন থেকে স্ক্যান করে হোয়াট্‌সঅ্যাপে লগ ইন করুন।

৩) কম্পিউটারে খোলা হোয়াট্‌সঅ্যাপ পেজটির ডান দিকে একেবারে কোণে তিনটি ডট থাকে। সেখানে ক্লিক করতে হবে।

৪) সেখানে রয়েছে ‘সেটিংস’ মেনু। সেখান থেকে ‘প্রাইভেসি’-তে গিয়ে ‘স্ক্রিন লক’ অপশনে ক্লিক করতে হবে।

৫) এ বার স্ক্রিনে একটি মেসেজবক্স ফুটে উঠবে। সেখানে ক্লিক করে নিজের পছন্দ মতো পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি ৬ বা তার চেয়ে বেশি সংখ্যার হলেই ভাল হয়।

৬) এ বার ওই পাসওয়ার্ডটিই আরও এক বার নির্ভুল ভাবে লিখতে হবে।

৭) সব শেষে ঠিক করতে দিতে হবে সময়। কম্পিউটারে খুলে রাখা হোয়াট্‌সঅ্যাপ ঠিক কত ক্ষণ পর নিজে থেকে ‘লক’ হয়ে যাবে, তা ঠিক করে দেওয়া যাবে এই ধাপে।

চাইলে আবার হোয়াট্‌সঅ্যাপের ‘লক’ খুলে তা আগের পর্যায়ে নিয়ে যাওয়া যেতে পারে। কী ভাবে?

১) একই ভাবে কম্পিউটারে খোলা হোয়াট্‌সঅ্যাপের পাতায় ডান দিকে কোণে তিনটি ‘ডট’ থেকে ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করতে হবে।

২) সেখান থেকে ‘স্ক্রিন লক’ অপশনে গিয়ে মেসেজ বাক্সটি ‘আনচেক’ করলেই ‘লক’ খুলে যাবে।

Advertisement
আরও পড়ুন