Holi Party Decoration

বাড়ির উঠোনে দোলের ‘পার্টি’! দোল খেলার আগে জায়গাটি সাজিয়ে নিতে পারেন

দোলের পার্টি এখন দেখা যাচ্ছে ঘরে ঘরে। বাড়ির সামনে খানিকটা জায়গা থাকলে বন্ধু-বান্ধবদের ডেকে নিচ্ছেন অনেকেই। রং নিয়ে সকলে জড়ো হচ্ছেন সেখানে। তার পরে রং মাখানোর পাশাপাশি সেখানে চলছে, খাওয়া-দাওয়া, নাচা-গানা, আড্ডাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২০:১৭
দোল খেলার বা দোলের আড্ডা জমানোর জায়গাটি সাজিয়ে নিন মনের মতো করে।

দোল খেলার বা দোলের আড্ডা জমানোর জায়গাটি সাজিয়ে নিন মনের মতো করে। ছবি : সংগৃহীত।

দোলের দিন বন্ধুবান্ধবদের বাড়িতে গিয়ে রং মাখানোর ‘স্টাইল’ পুরনো। দোলের গায়ে এখন পুরদস্তুর শহুরে ঠাঁটবাটের রং। সিনেমায়, ধারাবাহিকে নায়ক নায়িকারা যেমন চাঁদোয়া ঝুলিয়ে, খোলা বাগানের এক প্রান্তে টেবিল সাজিয়ে তাতে আবীর, মিষ্টি, শরবতের ‘বুফে’ দিয়ে দোল খেলেন। সেই রকম দোলের পার্টি এখন দেখা যাচ্ছে ঘরে ঘরে। বাড়ির সামনে খানিকটা জায়গা থাকলে বন্ধু-বান্ধবদের ডেকে নিচ্ছেন অনেকেই। রং নিয়ে সকলে জড়ো হচ্ছেন সেখানে। তার পরে রং মাখানোর পাশাপাশি সেখানে চলছে, খাওয়া-দাওয়া, নাচা-গানা, আড্ডাও। বাড়ির লাগোয়া বাগান বা ছড়ানো উঠোন বা ছাদেও আয়োজন করা যেতে পারে ওই ধরনের দোলের পার্টি। তা যদি করেন, তবে কী ভাবে সাজিয়ে নেবেন জায়গাটি?

Advertisement

১। চাঁদোয়া

রঙিন কাপড় বা ওড়না পাশাপাশি সেলাই করে বানিয়ে নিতে পারেন চাঁদোয়া। ডেকরেটার্সের কাছেও চাঁদোয়ার রঙিন কাপড় পাওয়া যায়। তাদের থেকে এক দিনের জন্য ভাড়া নেওয়া যেতে পারে। দড়ি দিয়ে ওই চাঁদোয়া টাঙিয়ে দিন দোল খেলার জায়গাটির মাঝ বরাবার। তাতে রোদ থেকেও খানিক নিষ্কৃতি মিলবে।

ছবি: সংগৃহীত।

২। পর্দা

পর্দা মানে যা বোঝায়, ঠিক তা নয়। চাঁদোয়ার দড়ি থেকে রঙিন ওড়না বেঁধে ঝুলিয়ে দিতে পারেন। হলুদ, সবুজ, গোলাপি, লাল, নীল ওড়না পাশাপাশি হাওয়ায় উড়ছে— দৃশ্যটি দেখলে মন ভাল হয়ে যাবে অতিথিদের। কোনও পিলার থাকলে তাতেও জড়িয়ে দেওয়া যেতে পারে রঙিন কাপড়।

৩। ফুলের আল্পনা

রঙ্গোলি ছাড়া দোল অসম্পূর্ণ। তবে রং দিয়ে রঙ্গোলি না বানিয়ে ফুলের পাপড়ি দিয়ে আল্পনা দিতে পারেন দোল খেলার জায়গাটির একটি প্রান্তে। ধরা যাক যেখানে রং রাখবেন বলে ঠিক করেছেন, সেখানে আবিরের থালা বা বাটি সাজিয়ে তার চারপাশে ফুলর পাপড়ি দিয়ে আল্পনা দিলেন। হালকা নকশাও ভাল লাগবে। বোঝা যাবে বাড়তি যত্ন নিয়েছেন অতিথি আপ্যায়নের জন্য।

৪। রঙিন কাগজের লণ্ঠন

আগে যে কাগজের শিকলি বানানো হত, সেই কাগজের তৈরি রঙিন লণ্ঠন পাওয়া যায় দোলের সময়। তেমন লণ্ঠন জোগাড় করতে পারলে ঝুলিয়ে দিতে পারেন এক পাশের দেওয়ালে।

ছবি: সংগৃহীত।

৫। ফটো জ়োন

এখন বিয়েবাড়িতেও ছবি তোলার আর আলাদা জায়গা করে দেওয়া হয়। তেমন ছবি তোলার আলাদা জায়গা সাজিয়ে নিতেই পারেন। কোনও একটি দিক বা দেওয়ালে ছোট ছোট ফটোফ্রোমের মতো কাগজের নকশা বানিয়ে ঝুলিয়ে দিতে পারেন। কোনওটিতে হোলির রং, কোনওটিতে রঙিন হাতের ছাপ কিংবা রং দিয়ে লেখা হোলির গানের লাইন লিখে ঝুলিয়ে দিতে পারেন। অথবা ঝোলাতে পারেন রঙিন কাগজে তৈরি বড় কোনও নকশা। দু’পাশে রঙিন ওড়না ঝুলিয়ে ওই জায়গাটি ব্যবহার করুন ফটো তোলার বা নিজস্বী তোলার জায়গা হিসাবে।

৬। বসার জায়গা

জায়গা খানিকটা আলাদা করা গেলে বসে বিশ্রাম নেওয়ারও একটি জায়গা তৈরি করুন। সেখানে রাখতে পারেন ফাইবার বা জলে ভিজবে না এমন জিনিসে তৈরি চেয়ার বা টুল। চেয়ারের গায়ে একটি করে রঙিন ওড়না বেঁধে দিলেই বসার জায়গাও সেজে উঠবে রঙিন সাজে।

৭। বেলুন

বেলুন মানেই খুশির ব্যাপার! এমনই ভাবেন সকলে। তাই দোলের উৎসবে খুশির আমেজ আনতে বেলুনও রাখুন। নানা রঙের বেলুন একসঙ্গে তোড়ায় বেঁধে সাজিয়ে দিন কোনও এক পাশে।

Advertisement
আরও পড়ুন