Flour

Adulterated Flour: ময়দা দিয়ে লুচি বানাবেন? সেই ময়দায় ভেজাল আছে কি না বুঝবেন কী করে

দোকান থেকে ময়দা তো কিনে আনলেন। সেই ময়দায় কিন্তু বোরিক অ্যাসিড মেশানো থাকতে পারে!

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ১৩:১৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দোকান থেকে ময়দা কিনে আনলেন। কারণ লুচি-পরোটার মতো মুখরোচক খাবার বানাতে গেলে ময়দা ছাড়া তো একেবারেই চলবে না। কিন্তু এই ময়দায় ভেজাল থাকতে পারে কি না কখনও ভেবে দেখেছেন? সমীক্ষা বলছে ময়দাতেও মেশানো হচ্ছে বোরিক অ্যাসিড। আর সেই বোরিক অ্যাসিড মেশানো ময়দাই আপনার পেটে যাচ্ছে না তো? ভেজাল মেশানো খাবার কিন্তু শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে।

Advertisement
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কী করে বুঝবেন ময়দায় ভেজাল মেশানো আছে কি না?

একটি টেস্ট টিউবে ১ গ্রাম ময়দা নিন। এবার তার মধ্যে ৫ মিলিগ্রাম জল দিয়ে ভাল করে ঝাঁকিয়ে নিন। এবার এতে কয়েক ফোঁটা কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশান। এবার এই মিশ্রণে একটি টার্মারিক পেপার স্ট্রিপ ডুবিয়ে দেখুন। টার্মারিক পেপার স্ট্রিপটির রং যদি একটুও না বদলায়, তাহলে বুঝবেন ময়দায় কোনও ভেজাল নেই। আর যদি টার্মারিক পেপার স্ট্রিপটির রং লাল হয়ে যায়, তাহলে বুঝতে হবে ময়দাতে ভেজাল আছে। সেক্ষেত্রে সতর্ক হয়ে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement