False Ceiling

ঘরের রূপবদলে সিলিংয়ের কারিকুরি কতটা জরুরি? অন্দরসজ্জার নয়া চল কী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৯:১২
কোন ধরনের সিলিং করতে পারেন বাড়িতে?

কোন ধরনের সিলিং করতে পারেন বাড়িতে? ছবি: সংগৃহীত।

নতুন করে ঘর সাজাতে দেওয়াল, রং, জানলা, পর্দায় যতটা নজর দেওয়া হয়, ততটা কেউ সিলিং বা ছাদ নিয়ে ভাবেন না। যাঁদের শখ-শৌখিনতা আছে তাঁরা কেউ এ নিয়ে চিন্তা করলেও, বিষয়টি উপেক্ষিত রয়ে যায় বহু বাড়িতেই।

Advertisement

তবে সিলিং থেকে ফল্স সিলিংও কিন্তু অন্দরসজ্জায় অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঘরের ভিতরে ছাদের নকশা নতুন নয় বটে, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাবনাতেও বদল এসেছে। আগেকার দিনে প্লাস্টার অফ প্যারিস দিয়ে ফুলের পাপড়ি বা অন্যান্য কারুকাজ করার রেওয়াজ এখন অতীত। বরং সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছে তার ধাঁচ, উপকরণ এবং ভাবনাতেও।

সিলিংসজ্জা কি জরুরি?

কোনও বাড়ির অন্দরমহল কতটা সুন্দর হবে তা নির্ভর করে দেওয়াল, আসবাব, মেঝে, পর্দা, যে সমস্ত জিনিস দিয়ে ঘর সাজানো হচ্ছে তার রং, ব্যবহারের উপর। অন্দরসজ্জা শিল্পী সুদীপ ভট্টাচার্যের কথায়, দেওয়ালে আলোর লাগানোর চল এখন পুরনো। ফল্স সিলিং তৈরির একটি গুরুত্বপূর্ণ কারণ, সেখানে আলো বসানো যায়। কোন কোণ থেকে কী ভাবে কতটা আলো ফেললে, ঘর সুন্দর দেখাবে, সেই সজ্জার অনেকটাই ফল্‌স সিলিংয়ের সঙ্গে সম্পর্কিত।

আরও কি সুবিধা আছে?

ঘরের অন্দরসজ্জাও অনেকাংশে নির্ভর করে মানানসই ফল্‌স সিলিংয়ের উপর। সাধারণত মূল ছাদের নীচে বিম ঢেকে ফল্‌স সিলিং হয়। এতে দু’দফা ছাদ তৈরি হওয়ায়, গরমের দিনে ঘর তুলনায় স্বস্তিদায়ক থাকে। এসি বসালেও, ফল্‌স সিলিংয়ের দরুন ঘরের উচ্চতা কমে যাওয়ায়, বিদ্যুত খরচও খানিক কমে।

সিলিং কেমন হলে, ঘরের রূপ খুলবে?

ফ্ল্যাট হোক বা বাড়ি, সর্বোচ্চ তল হলে এক রকম সিলিং আর নীচের তলায় ঘর হলে সিলিং হবে আলাদা। সুদীপ বলছেন, ‘‘সর্বোচ্চ তলায় ছাদ তেতে গেলে ঘরও গরম হয়ে যায়। এ ক্ষেত্রে বিম থেকে ফল্‌স সিলিং বসিয়ে আসল ছাদটি ঢেকে দেওয়া যেতে পারে। তবে ঘর যদি নীচের তলায় হয়, তা হলে আসল ছাদ পুরোপুরি ঢাকার দরকার নেই। বদলে ট্রে সিলিং দেওয়াই ভাল। এ ছাড়াও এখন বক্স সিলিংয়ের চলও রয়েছে।’’

ট্রে সিলিং:

ট্রে-র মতো হয় এই  ধরনের সিলিং ।

ট্রে-র মতো হয় এই ধরনের সিলিং । ছবি: ফ্রিপিক।

ঘরের আসল ছাদটি পুরোপুরি না ঢেকে বিমের অংশটি আড়াল করে ট্রের মতো সিলিং করা হয়। সেটি যে আয়তাকার হতেই হবে, এমন নয়। তাতে জ্যামিতিক আকৃতিও দেখা যায়।

বক্স সিলিং

বক্সের মতোও সিলিং হয়।

বক্সের মতোও সিলিং হয়। ছবি: সংগৃহীত।

ছাদ জুড়ে বা ট্রের মতো ছাড়াও ফল্স সিলিং হয়। এটি কিছুটা বক্সের মতো। পাখার চারপাশে বিটের মতো বক্স দেওয়া থাকে। সেখানে ঘরের জন্য আলো লাগানো হয়।

এছাড়াও গ্রিড যুক্ত ‘কফার্ড সিলিং’, বিমের মতো সিলিং-ও দেখা যায়।

অন্দরসজ্জা শিল্পী বলছেন, ইদানীং বক্সের মতো সিলিংয়ের চলই বেশি। অনেকেই মূল ছাদ পুরোপুরি ঢাকতে চান না। ট্রে সিলিংও চান না। সে ক্ষেত্রে আলো লাগানোর জন্য বক্স সিলিং ব্যবহার হয়। প্লাস্টার অফ প্যারিসের বদলে জিপসাম বোর্ডই এখন বেশি জনপ্রিয়। অনেক সময় ঘরের আসবাবপত্রের ল্যামিনেশন বা বোর্ডের ছোঁয়াও রাখা হয় ফল্‌স সিলিংয়ে।

কোন ঘরে ব্যবহার?

বসার ঘর, শোয়ার ঘর ছাড়াও রান্নাঘর, স্নানঘরেও অনেকে ফল্‌স সিলিং লাগান। তার ভিতরে আড়াল করে দেওয়া যায় গিজ়ার, তার-সহ অনেক কিছুই।

Advertisement
আরও পড়ুন