মঙ্গলবার এসভিএফের অফিসের সামনে তারকার মেলা। বাসে চেপে বসল টিম ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। শহর থেকে খানিক দূরে এক রিসোর্টে পিকনিকের আয়োজন। শীতের রোদ গায়ে মেখে আড্ডা জমানোর আগেই হিড়িক উঠল ক্রিকেট খেলার। কাস্ট ভার্সেস ক্রু। টস, তার পর খেলা। খেলার মাঝে কখনও এক চুমুক শীতল পানীয়, কখনও আবার এক কামড় চিকেন কাটলেট। কমেন্ট্রি বক্সে একবার কাঞ্চন মল্লিক, তো একবার রাহুল। উইকেট কিপার স্বয়ং সৃজিত। পরমব্রত আম্পায়ারও, আবার ব্যাটারও। সৃজিতকে ঘিরে বিস্তর কারচুপির অভিযোগ। এরপর এলাহী লাঞ্চের পালা।লাঞ্চের পর ক্যুইজ়, ক্যুইজ় মাস্টার চেনা বামুন সৃজিত। যথেষ্ট কঠিন প্রশ্ন, শেষ পর্যন্ত জিতলেন রাহুল, অনির্বাণ, সৌরসেনীর দল।