Home Decoration Tps

ঘর আলোয় ভরে যাবে, অন্দরসজ্জায় শুধু সঠিক জায়গায় আয়না বসালেই হাতেনাতে মিলবে ফল

ঘর আলোকিত হবে আয়নার সঠিক ব্যবহারে। শুধু জানতে হবে কোথায়, কী ভাবে আয়না বসাতে এবং কাজে লাগাতে হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৪ ১৭:১২
সঠিক জায়গায় আয়নার ব্যবহারে আলো খেলবে ঘরে।

সঠিক জায়গায় আয়নার ব্যবহারে আলো খেলবে ঘরে। ছবি: ফ্রি পিক।

অন্দরসজ্জায় শুধু রুচি নয়, বুদ্ধিমত্তারও প্রয়োজন। সঠিক জিনিস, সঠিক জায়গা রাখলে যেমন বাড়তি জায়গা পাওয়া যেতে পারে, ঠিক তেমনই ঘর আরও সুন্দর, আলোয় ভরে উঠতে পারে।

Advertisement

কৃত্রিম আলোর ব্যবহারে ঘর সাজানোর পদ্ধতি বেশ জনপ্রিয়। কিন্তু যদি চান, বাইরের আলো-হাওয়ায় ঘর ভরে থাক, তবে সঠিক জায়গায় জানলা ও আয়নার ব্যবহার জরুরি।ঘরের সৌন্দর্য নিমেষে বদলে দিতে পারে রকমারি আয়না। আবার সেই আয়না সঠিক জায়গায় রাখলে, গোটা ঘর ভরে যেতে পারে বাইরের আলোয়। কাচে আলোর প্রতিফলন ঘটে। সেই প্রতিফলনকে কাজে লাগিয়ে ঘর করে তুলতে পারেন উজ্জ্বল।

জানলার উল্টো দিকে

জানলার উল্টোদিকে যদি আয়না রাখা যায়, তা হলে ঘরে প্রাকৃতিক আলোয় ভরে উঠবে। মেঘলা হলেও চিন্তা নেই। বাইরের আলো আয়নায় প্রতিফলিত হয়ে ঘর ভরে উঠবে। জানলা যত বড় হবে, যত বড় আয়না হবে, ততই আলোকিত হয়ে উঠবে ঘর। ঘর আলোকোজ্জ্বল করতে হলে, জানলার আকারও বড় হওয়া প্রয়োজন। জানলার পাশে খোলা জায়গা থাকলে আলো-হাওয়া বেশি ঢুকবে। কোনও ঘরের কোণ অন্ধকার হলে, সেখানে টেবল ল্যাম্প রেখে আলো যেখানে পড়ছে, সেখানে আয়না রাখলে, সেই জায়গাটিও আলোয় ভরে উঠবে।

দেওয়াল সজ্জায় আয়না

যে দেওয়ালটিতে সাধারণত আলো কম, সেখানে কোনও ছবি বা সুদৃশ্য ঘড়ির বদলে লাগাতে পারেন শৌখিন আয়না। বিভিন্ন আকারের, বিভিন্ন রকমের আয়না পাওয়া যায়। বড় একটি সুদৃশ্য আয়না, যে কোনও ঘরের অন্যতম আকর্ষণ হতে পারে। আবার চাইলে ছোট ছোট একাধিক আয়নাও অন্দরসজ্জায় ব্যবহার করা যায়। সেই আয়নায় যদি বাইরের আলোর প্রতিফলন ঘটে, ঘর আলোকিত হয়ে উঠবে। আয়না থাকলে ঘরটা যত আলোকোজ্জ্বল মনে হবে, অন্য কোনও দেওয়াল সাজানোর হস্তশিল্পে তেমনটা হবে না।

দেওয়ালসজ্জায় ব্যবহার করা যায় রকমারি আয়না।

দেওয়ালসজ্জায় ব্যবহার করা যায় রকমারি আয়না। ছবি: ফ্রি পিক।

স্নানঘরে আয়না

স্নানঘরে জানলা থাকলেও, বেশ ছোট হয়। ফলে সব সময়ই আলোর অভাব থাকে। কিন্তু বেসিন হোক বা দেওয়াল, ছোট অথবা বড় আয়না বসিয়ে নিলে স্নানঘরের ভোল বদলে যাবে। আয়নার উল্টো দিকে আলো লাগিয়ে নিলেও আলোকিত মনে হবে ঘরটি। আবার কোনও ঘরে চওড়া দেওয়ালে যদি জানলা না থাকে, আয়না লাগিয়ে কৃত্রিম জানলার রূপ দিতে পারেন। দৃষ্টিভ্রমে ঘরটি আরও সুন্দর, আলোকোজ্জ্বল মনে হবে।

আয়নার আকার

ঝোলানো আয়না।

ঝোলানো আয়না। ছবি: সংগৃহীত।

শুধু চৌকো নয়, গোল, ডিম্বাকার, জ্যামিতিক বিভিন্ন ধরনের আয়না পাওয়া যায়। বারান্দা থেকে ঘর বিভিন্ন ধরনের ছোট, বড়, ঝোলানো, দেওয়ালে সাঁটানো আয়না ব্যবহার করতে পারেন অন্দরসজ্জায়। সঠিক জায়গায় সঠিক আয়না, ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আলোকিত করে তুলতে সাহায্য করবে চারপাশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement