Rose

বড় বড় সুন্দর গোলাপ ফোটাতে গেলে কী ভাবে গাছের পরিচর্যা করবেন?

গাছ ভর্তি বড় আকারের গোলাপ পেতে কী ভাবে যত্ন করবেন? কী ধরনের সার প্রয়োগ করতে হবে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৯:১১
বড় সুন্দর গোলাপ ফোটাতে গাছের যত্ন কী ভাবে করবেন?

বড় সুন্দর গোলাপ ফোটাতে গাছের যত্ন কী ভাবে করবেন? ছবি: সংগৃহীত।

গাছ ভর্তি বড় বড় রঙিন গোলাপ দেখতে ভীষণ ভাল লাগে। তবে সবসময় যে ফুল হলেই তা আকারে বেশ বড় হবে এমনটা নয়। গোলাপ গাছে বেশি এবং বড় আকারের ফুল পেতে প্রয়োজন সঠিক পরিচর্যার। কী ভাবে যত্ন করবেন শীতের গোলাপ গাছের?

Advertisement

সূর্যালোক: গোলাপ গাছ বেড়ে ওঠার জন্য অন্তত ৬ ঘণ্টা সূর্যালোক প্রয়োজন। টবে গাছ থাকুক বা বাগানে— সূর্যালোকর শর্তপূরণ আবশ্যক।

নিকাশি: গোলাপ গাছের বৃদ্ধির জন্য জল প্রয়োজন। তবে মাটিতে জল জমে থাকলে শিকড় পচে যেতে পারে। তাই যে টবে গাছটি লাগানো হয়েছে, তার নিকাশি ব্যবস্থা ভাল হওয়া প্রয়োজন। গাছে জল দিতে হবে মাপ বুঝে।

মাটি: দোআঁশ মাটি গোলাপ চাষের জন্য ভাল। গাছের বেড়ে ওঠার জন্য দরকার জৈবসার। মাটিতে পিএইচের মাত্রা থাকা প্রয়োজন ৬-৭।

আবহাওয়া: গরমের চেয়ে হালকা শীতে গোলাপ ফুল ভাল হয়। ২০-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গাছের জন্য আদর্শ।

গোলাপের রং এবং আয়তন পরিবেশ এবং পরিচর্যার উপর যেমন অনেকটা নির্ভর করে, তেমনই কোন জাতের গাছ, সেটিও খুব গুরুত্বপূর্ণ। গোলাপ গাছ যাতে ভাল ভাবে বেড়ে উঠতে পারে এবং ফুল ফোটে সে জন্য যত্নের প্রয়োজন।

১. গোলাপ গাছের ফুল শুকিয়ে গেলে তার বেশ কিছুটা নীচ থেকে ডালটি কেটে দিতে হবে। এতে নতুন শাখা গজাবে। ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে।

২. যে ডালপালায় ফুল ধরছে না, সেগুলিও নিয়ম মেনে ছেঁটে দিতে হবে।

৩. গাছের নীচের অংশের পাতাগুলি ছেঁটে, গাছের শিকড়ের বৃদ্ধির জন্য হরমোন ব্যবহার করতে পারেন।

৪. গাছে ভাল ফুল পেতে গেলে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সার প্রয়োগ করতে হবে। পাতা পচা সার এবং ইউরিয়া, ডাই-অ্যামোনিয়াম সালফেট ফুলের আকার বৃদ্ধিতে সাহায্য করে।

Advertisement
আরও পড়ুন