Washing Machine Cleaning Tips

জামাকাপড় কাচেন ওয়াশিং মেশিনে, যন্ত্রটি আদৌ পরিষ্কার করেন কি?

জামাকাপড় এখন আর হাতে নয়, কাচা হয় যন্ত্রে। দৈনন্দিন জীবনে ভীষণ কাজের ওয়াশিং মেশিনটি কী ভাবে পরিষ্কার করবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৮:৪৯
ওয়াশিং মেশিন পরিষ্কার করবেন কী ভাবে?

ওয়াশিং মেশিন পরিষ্কার করবেন কী ভাবে? ছবি: ফ্রিপিক।

জামাকাপড় কাচার জন্য দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে ওয়াশিং মেশিন। শুধু জামাকাপড় নয়, বিছানার চাদর, পর্দাও দিব্যি পরিষ্কার করে দেয় যন্ত্রটি। শুধু বোতামে চাপ দিলেই জামা কেচে, শুকিয়ে যায়। এই যন্ত্রটি পরিষ্কার করেন কি?

Advertisement

ময়লা জামাকাপড় কাচার পর ওয়াশিং মেশিনের ভিতরের অংশে নোংরা লেগে থাকে। তা ঠিকমতো পরিষ্কার না করলে, দিনের পর দিন জমে দাগও হয়ে যায়। তাই মাঝে মধ্যেই যন্ত্রটির ভিতর এবং বাইরে পরিষ্কার করা দরকার।

কিন্তু কী ভাবে সেই কাজটি করবেন?

১. ওয়াশিং মেশিনে ‘ডিসপেনসর ড্রয়ার’ বা বিশেষ খাপ থাকে। যেখানে সাবান রাখা হয়। জলে ধুয়ে সেই সাবান জামাকাপড় কাচার মূল স্থানটিতে পড়ে। এই খাপটিতে প্রচুর সাবান, ময়লা লেগে যায়। এটি প্রথমেই পরিষ্কার করা দরকার।

২. ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার জায়গাটি দিনের পর দিন ব্যবহারে ময়লা হয়ে যায়। সেটিও পরিষ্কার করতে হবে। ওই অংশটিতে গরম জল দিয়ে তার মধ্যে ২ কাপ সাদা ভিনিগার মিশিয়ে দিন। তার পর যন্ত্র চালিয়ে দিন। ওই জলেই ভিতরটি পরিষ্কার হয়ে যাবে। ভিনিগারে থাকে অ্যাসিডিক উপাদান। তার জেরেই ভাল ভাবে পরিষ্কার হবে জায়গাটি।

৩. ওয়াশিং মেশিনের ঢাকনা, আনাচকানাচ নিয়মিত পরিষ্কার না হলে অনেক ময়লা জমে যায়। একটি বোতলে সাদা ভিনিগার মিশিয়ে, সেই জল দিয়ে পুরো যন্ত্রটি ভাল করে মুছে নিন।

৪. ওয়াশিং মেশিনের ফিল্টারে, ধুলো, জামাকাপড়ের রোঁয়া জমা হতে থাকে। সেটি খুলে পরিষ্কার করা দরকার। ওয়াশিং মেশিন কোম্পানির নির্দিষ্ট নির্দেশিকা মতো তা পরিষ্কার করে নিন।

৫. ওয়াশিং মেশিনের কাপড় কাচার ড্রামটি ভিনিগার দিয়ে পরিষ্কারের পর আরও এক বার বেকিং সোডা দিয়ে পরিষ্কার করে নিন। ওই অংশটিতে বেকিং সোডা ছড়িয়ে গরম জল ভরে যন্ত্রটি চালিয়ে দিলেই একেবারে ঝকঝকে হয়ে যাবে।

Advertisement
আরও পড়ুন