Vaiphonta 2024

ভাইফোঁটার উৎসবে ঘর ভরুক সৌরভে, কী ভাবে? জেনে নিন সহজ ৩ উপায়

উৎসবের দিনে ঘরে আসবে অতিথি। মনের মতো করে সাজিয়েছেন ঘর। তারই সঙ্গে থাক সুগন্ধের ছোঁয়া। কী ভাবে ঘর ভরবে সৌরভে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৮:৩৯
কী ভাবে ঘর সুগন্ধে ভরিয়ে তুলবেন?

কী ভাবে ঘর সুগন্ধে ভরিয়ে তুলবেন? ছবি: ফ্রিপিক।

উৎসবের দিন ছিমছাম অন্দরসজ্জার সঙ্গে যদি থাকে ফুলের ছোঁয়া, সৌন্দর্য এক নিমেষে বদলে যায়। তবে তাতে বাড়তি মাত্রা যোগ করতে পারে সৌরভ। ঘরময় সুন্দর গন্ধে মনও থাকে ফুরফুরে। কিন্তু কী ভাবে ঘর ভরবে সৌরভে? বাজারচলতি রুম ফ্রেশনার, না কি অন্য কিছু বেছে নেবেন?

Advertisement

সুগন্ধি মোমবাতি

ল্যাভেন্ডার, লেমনগ্রাস, চন্দন-সহ বিভিন্ন গন্ধের মোমবাতি পাওয়া যায়। সেগুলি জ্বালিয়ে দিলে ঘর যেমন মৃদু আলোয় ভরে যাবে, তেমনই বাতি যতই পুড়তে থাকবে, ছড়িয়ে পড়বে সৌরভ।

এসেনশিয়াল অয়েল

সারা দিন পরিশ্রমের পর ঈষদুষ্ণ জলে স্নান করলে শরীর তরতাজা হয়ে ওঠে। তাতে বাড়তি মাত্রা যোগ করে এসেনশিয়াল অয়েল। তবে স্নানের সময় শুধু নয়, সুন্দর গন্ধে ঘর ভরাতেও এটি কাজে লাগাতে পারেন। অয়েল ডিফিউজ়ার যন্ত্রের মাধ্যমে এর সুবাস ঘরে ছড়িয়ে দেওয়া যায়। আবার ঘরে কোনও পাত্রে জল রেখে তাতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিলেও ঘর মৃদু গন্ধে ভরে যায়। সিনেমন, রয়্যাল রোজ়, ল্যাভেন্ডার— পছন্দের যে কোনও গন্ধ বেছে নিতে পারেন।

পটপুরি

ঘর সুগন্ধ ভরাতে চাইলে কোনও একটি কোনে রেখে দিতে পারেন পটপুরি। ফুলের শুকনো পাপড়ি, ভেষজ একটি পাত্রে রেখে এটি বানানো হয়। প্রাকৃতিক সেই গন্ধেই ভরে ওঠে আশপাশ।

আরও পড়ুন
Advertisement