Syed Mushtaq Ali Trophy

অভিষেক-করণের ব্যাটে জয়ের হ্যাটট্রিক বাংলার, মিজ়োরামের বিরুদ্ধে প্রত্যাশাপূরণে ব্যর্থ শামি

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের হ্যাটট্রিক করল বাংলা। দুই ওপেনারের দাপটে ২৭ বল বাকি থাকতে মিজ়োরামের বিরুদ্ধে ৮ উইকেট জয় ছিনিয়ে নিল বাংলা। তবে বল হাতে সাফল্য পেলেন না শামি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ২৩:০৯
Picture of Avishek Porel

অভিষেক পোড়েল। —ফাইল চিত্র।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টানা তৃতীয় জয় পেল বাংলা। বুধবার মিজ়োরামকে ৮ উইকেটে হারাল সুদীপ ঘরামির দল। প্রথমে ব্যাট করে মিজ়োরাম করে ৪ উইকেটে ১৫৭ রান। জবাবে ১৫.৩ ওভারে বাংলা ২ উইকেটে ১৫৮।

Advertisement

বাংলা জিতলেও বল হাতে সাফল্য পেলেন না মহম্মদ শামি। মিজ়োরামের বিরুদ্ধে ৪ ওভার বল করে খরচ করলেন ৪৬ রান। কোনও উইকেট পেলেন না দেশের অন্যতম সেরা জোরে বোলার। বাংলাকে জেতালেন দুই ওপেনার অভিষেক পোড়েল এবং করণ লাল। ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন অভিষেক এবং করণ। প্রথম উইকেটের জুটিতেই ওঠে ১৩১ রান। অভিষেক ৪৫ বলে ৮১ রানের ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি চার এবং ৪টি ছক্কা। ২২ গজের অন্য প্রান্তে করণ ছিলেন মারমুখী। তিনি ৪০ বলে করেন ৬৭। মারেন ৭টি চার এবং ৩টি ছয়। শেষ পর্যন্ত হাবিব গান্ধী ৮ রানে এবং ঋত্বিক রায় চৌধুরী শূন্য রানে অপরাজিত ছিলেন।

এর আগে মোহিত জাংরার ৪৯ বলে ৮০ রানের অপরাজিত ইনিংসের সুবাদে লড়াই করা মতো রান তোলে মিজ়োরাম। মোহিত ৭টি চার এবং ৪টি ছয় মারেন। মিজ়োরামের আর কোনও ব্যাটার বলার মতো রান পাননি। বাংলার সফলতম বোলার করণ ১৪ রানে ১ উইকেট নিয়েছেন। কণিষ্ক শেঠের ২১ রানে ১ উইকেট। ২২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সায়ন ঘোষ।

আরও পড়ুন
Advertisement