Keep Flowers Fresh

উৎসবের আবহে বেশ কয়েকটি দিন ফুলদানির ফুল তাজা রাখার উপায় কী?

ঘরে সাজানো ফুল দীর্ঘ দিন তাজা রাখার কিছু নিয়মকানুন আছে। সামনেই কালীপুজো, দীপাবলি। উৎসবের মরসুমে কী ভাবে ফুল টাটকা রাখবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ২০:০৩
ফুল টাটকা রাখতে কী করবেন?

ফুল টাটকা রাখতে কী করবেন? ছবি: ফ্রিপিক।

ফুলদানি হোক বা কাচের পাত্র, টাটকা ফুল এনে রাখলেই পরিবেশটা বদলে যায়। একগোছা লাল গোলাপ হোক বা সাদা জারবেরা দেখলে শুধু চোখ নয়, মনও জুড়িয়ে যায়।

Advertisement

তবে তাজা ফুলও নির্দিষ্ট সময় পরে শুকিয়ে যায়। জল ডুবিয়ে রাখলে বড়জোর ২-৩ দিন ভাল থাকে। তবে জানেন কি, কয়েকটি বিষয় জানলে এবং পদ্ধতি মানলে আরও কিছুটা সময় ফুলগুলিকে তাজা রাখা যায়। জেনে নিন কী সেই নিয়ম।

১. ফুলদানিতে যে কোনও নোংরা না থাকে। পরিষ্কার ফুলদানিতে ফুল রাখতে হবে। বড় আকারের ফুল থাকলে, সেটি আলাদা করে কেটে ছোট ফুলদানিতেও সাজাতে পারেন। জল দিয়ে রাখার সময় ফুলের ডাঁটি ৪৫ ডিগ্রি কোণে কাটতে হবে। এতে ডাঁটির অনেকটা অংশ জলের সংস্পর্শে থাকবে। ফলে জল শোষণ করা সহজ হবে।

২. জলের তাপমাত্রাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুলদানি হোক বা কাচের পাত্র, যেখানেই জল রাখুন, তা যেন ঘরের তাপমাত্রায় থাকে। তবে যদি ফুল কুঁড়ি অবস্থায় থাকে তা হলে ঠান্ডা জল দেওয়া ভাল। ফুলদানির চার ভাগের তিন ভাগ জল রাখতে হবে। ফুলের উপর থেকেও হাতে করে একটু জল ছিটিয়ে দিতে পারেন। এতেও ফুল তাজা থাকবে।

৩. ফুল রাখার সময় খেয়াল রাখুন ডাঁটির সঙ্গে থাকা পাতা জলে ডুবে নেই তো। এতে পাতা পচে যেতে পারে। তা থেকে ব্যাক্টিরিয়া সংক্রমণও হলে ফলে ফুল দ্রুত শুকিয়ে যেতে পারে।

৪. ফুলদানিতে এক দিন জল দিয়ে রেখে দিলে হবে না। প্রতি দিন সেই জল বদলাতেও হবে। পাপড়ি শুকিয়ে গেলে বা পাতা পচতে দেখলে সেগুলি ছেঁটে ফেলা দরকার।

৫. ফুল বেশি দিন তাজা রাখতে চাইলে কড়া সূর্যালোক বা জোর হাওয়া থেকে দূরে রাখতে হবে। ফুল দীর্ঘ দিন ভাল রাখতে ফুলের দোকানে কিছু মিশ্রণ পাওয়া যায়, যা জলে মিশিয়ে নিতে হয়। এগুলিও ব্যবহার করতে পারেন।

Advertisement
আরও পড়ুন