Diwali Light

কাচ-মাটির জিনিস, আলো দিয়ে ঘর সাজিয়েছিলেন, উৎসব শেষে কী ভাবে, কোথায় গুছিয়ে রাখবেন?

আলোর উৎসব শেষ। গুছিয়ে রাখতে হবে আলো থেকে ঘর সাজানোর উপকরণ। কোথায়, কী ভাবে রাখলে, সেগুলি থাকবে নতুনের মতো?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৯:১৫
উৎসব শেষে কী ভাবে গুছিয়ে রাখবেন বাহারি আলো, কাচের মোমদানি?

উৎসব শেষে কী ভাবে গুছিয়ে রাখবেন বাহারি আলো, কাচের মোমদানি? ছবি: সংগৃহীত।

দেখতে দেখতেই শেষ কালীপুজো-দীপাবলি। ভাইফোঁটায় ফুরিয়ে যাবে আর এক দিনেই। তার পর এত দিন ধরে বহু যত্নে সে সমস্ত জিনিস দিয়ে ঘর সাজিয়েছেন, সেগুলি তুলে রাখার পালা।

Advertisement

ঘর সাজানোর সময়েও পরিশ্রম কম হয় না। তবে, তাতে মিশে থাকে আনন্দ-উত্তেজনা। উৎসব শেষেও একটা বড় কাজ থাকে। তা হল রকমারি আলো, নতুন পর্দা, ঘর সাজানোর প্রদীপ, অন্যান্য বাহারি জিনিসপত্র সাবধানে বাক্সবন্দি করে রাখা।

বিশেষত আলো এবং ভঙ্গুর জিনিস সাবধানে রাখতে হয়। কী ভাবে সেগুলি গুছিয়ে রাখলে পরের বছরেও নতুনের মতোই থাকবে?

কাচের জিনিস

সাবধানে সরিয়ে নিতে হবে কাচের জিনিস। ফুলদানি হোক বা বাতি কিংবা বাতিদান্‌, প্রথমেই পরিষ্কার নরম কাপড় দিয়ে ধুলো মুছে নিন। তার পর ব্যবহার করুন বাবল বা ফোম র‌্যাপ। অনলাইনেই এই জিনিসগুলি পাওয়া যাবে। প্রতিটি জিনিস আলাদা ভাবে মুড়ে নির্দিষ্ট বাক্সে ভরে ফেলুন। তার পর সেগুলি বড় কোনও বাক্সে ভরে নিরাপদ জায়গায় তুলে রাখুন।

আলো

দীপাবলির চেন আলো কোনও প্যাকেটে বা বাক্সে ভরে রাখলে সেগুলি জড়িয়ে যায়। পিজবোর্ড বা কাগজের বোর্ডে সেগুলি যদি জড়িয়ে রাখেন, তা হলে আলোগুলিও ভাল থাকবে, জড়িয়ে যাবে না। আলোগুলি এ ভাবে বোর্ডে জড়িয়ে কোনও প্লাস্টিকের ব্যাগে ভরে রাখলে ধুলো পড়বে না।

দীপাবলির আলো এ ভাবেও গুছিয়ে রাখতে পারেন।

দীপাবলির আলো এ ভাবেও গুছিয়ে রাখতে পারেন। ছবি: সংগৃহীত।

মোমবাতি

ঘর সাজাতে ছোট-বড় বাহারি মোমবাতি ব্যবহার করেছিলেন। বাইরে হয়তো কাচের বাতিদানও ছিল। সেগুলি পুরনো মোজার মধ্যে ভরে নিতে পারেন। এতে চট করে ভেঙেও যাবে না, আবার ধুলোও পড়বে না। তবে মোজায় ভরে বাক্সবন্দি করে সেগুলি নির্দিষ্ট কোনও স্থানে সরিয়ে রাখতে হবে।

বোতল

ছোট ছোট বল বা অন্যান্য জিনিস দিয়ে ঘর সাজিয়েছিলেন? এগুলি চট করে হারিয়ে যায়। কোনও বড় একটি প্লাস্টিকের কৌটোয় এই সমস্ত ছোটখাটো জিনিস ভরে তুলে রাখলে ভাল থাকবে।

প্রদীপ

মাটির প্রদীপ বা টেরাকোটার লণ্ঠন দিয়ে ঘর সাজিয়েছিলেন। সেগুলিও আলাদা করে বাবল প্যাকটে মুড়ে তুলে রাখুন। তবে বেশি রোদ আসে বা খুব গরম, এমন জায়গায় এগুলি না রাখাই ভাল।

Advertisement
আরও পড়ুন