হোয়াট্সঅ্যাপের জরুরি চ্যাট গোপন রাখবেন কী উপায়ে? ফাইল চিত্র।
আপনার হোয়াট্সঅ্যাপ চ্যাট অন্য কেউ খুলে পড়ার চেষ্টা করে? তা হলে সতর্ক হয়ে যান। এখন যে ভাবে প্রতারণাচক্র সক্রিয় হচ্ছে, তাতে হোয়াট্সঅ্যাপের গোপন মেসেজও বেহাত হয়ে যেতে পারে। আপনি চ্যাটে যা লিখছেন অথবা আপনার চ্যাটে যে যে মেসেজ ঢুকছে, তার সবটাই গোপনীয় রাখা যায় বিশেষ কিছু উপায় জানা থাকলে। হোয়াট্সঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখার কিছু কৌশল শিখে রাখলে আর ভয় থাকবে না। আপনার ফোন অন্য কারও হাতে চলে গেলে অথবা কেউ আপনার চ্যাট পড়ার চেষ্টা করলেও সফল হবে না।
হোয়াট্সঅ্যাপ চ্যাট সুরক্ষিত রাখবেন কোন কোন উপায়ে?
চ্যাট লক
প্রথমেই আসা যাক এই ফিচারে। আগে কেবল হোয়াট্সঅ্যাপ লক রাখা যেত, কিন্তু এখন নির্দিষ্ট চ্যাটও লক করে রাখা যায়। ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট—দু'ক্ষেত্রেই এই ফিচার কাজ করবে।
কী ভাবে চ্যাট লক করবেন?
যে চ্যাটটি লক করতে চাইছেন সেই কনট্যাক্ট বা গ্রুপের নামের উপর গিয়ে ট্যাপ করুন।
এ বার হোয়াটস্অ্যাপের উপরের ডান দিকে তিনটি বিন্দুতে ক্লিক করে ‘লক চ্যাট’ অপশনে যান।
আঙুলের ছাপ বা পাসকোড দিয়ে চ্যাট লক করা যাবে।
এ ক্ষেত্রে কিছু কোডও ব্যবহার করা যেতে পারে। লক সেটিংস-এ গিয়ে আপনার পছন্দমতো কোড দিন। এতে চ্যাটটি লক তো হবেই, সেই কোড ছাড়া আর কেউ খুলতেই পারবে না।
টু স্টেপ ভেরিফিকেশন
হোয়াটস্অ্যাপের সমস্ত চ্যাটই এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকে। অর্থাৎ তৃতীয় পক্ষ সেই কথোপকথন দেখতে পাবে না। যদি চ্যাট সুরক্ষিত রাখতে হয়, তা হলে টু স্টেপ বা দ্বিস্তরীয় ভেরিফিকেশন করিয়ে নেওয়া যায়। এই সুবিধা আছে হোয়াট্সঅ্যাপে। এ ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বাড়বে।
ভিউ ওয়ান্স
হোয়াটস্অ্যাপে চ্যাট সুরক্ষিত রাখার আরও একটি কার্যকরী পদ্ধতি ‘ভিউ ওয়ান্স’। এ ক্ষেত্রে আপনি যে মেসেজে পাঠাচ্ছেন অথবা ছবি, অডিয়ো বা ভিডিয়ো পাঠাচ্ছেন, তা অপরপক্ষ মাত্র একবারই দেখতে পাবে। দ্বিতীয় বার ফের সেটি খুলে দেখা বা অন্য কাউকে ফরোয়ার্ড করতে পারবে না। সেই ছবি অথবা ভিডিয়ো ডাউনলোড করা বা স্ক্রিনশট নেওয়াও সম্ভব হবে না। ফলে আপনার পাঠানো মেসেজ বা ছবি, ভিডিয়ো নিয়ে কোনও রকম আপত্তিজনক কাজ কেউ করতে পারবে না।
কী ভাবে ব্যবহার করবেন?
হোয়াট্সঅ্যাপে চ্যাট খুলে যে অ্যাটাচ অপশনে ক্লিক করে যে ছবি বা ভিডিয়ো পাঠাবেন, সেটিতে ক্লিক করুন।
এ বার ট্যাপ করুন ‘ভিউ ওয়ান্স’, তার পর সেন্ড করুন।