Straw

Health Tips: স্ট্র দিয়ে ঠান্ডা পানীয় খাচ্ছেন? কী হচ্ছে এর ফলে

কী কী সমস্যা হয় নিয়মিত স্ট্র দিয়ে পানীয় পান করলে? রইল তালিকা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ১৭:৩৬
স্ট্র স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক

স্ট্র স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ছবি: সংগৃহীত

রাস্তায় হাঁটতে হাঁটতে তেষ্টা পেলে অনেকেই দোকান থেকে ঠান্ডা পানীয় কিংবা প্যাকেট-বন্দি ফলের রস কিনে খেয়ে নেন। এই ধরনের পানীয় খাওয়ার জন্য প্যাকেটের গায়েই প্লাস্টিকের ছোট পাইপ বা স্ট্র আটকানো থাকে। সেটি দিয়েই খেতে হয়। অনেকে কাচের বোতল থেকে ঠান্ডা পানীয় পান করার জন্যেও স্ট্র ব্যবহার করেন। কিন্তু এই স্ট্র ব্যবহার করার কুফলও আছে।

Advertisement

কী কী সমস্যা হয় নিয়মিত স্ট্র দিয়ে পানীয় পান করলে? রইল তালিকা।

• নিয়মিত স্ট্র ব্যবহার করলে গ্যাসট্রিকের সমস্যা বাড়তে পারে। কারণ এটি দিয়ে পান করার সময়ে পেটে বাতাস চলে যায়। ফলে গ্যাসের সমস্যাও বাড়ে।

• আমরা যখন চুমুক দিয়ে কোনও পানীয় পান করি, তখন দাঁত এবং মুখের ফাঁকে জমে থাকা জীবাণু কিছুটা ধুয়ে যায়। এতে মুখে নানা ধরনের সংক্রমণের আশঙ্কা কমে। কিন্তু স্ট্র ব্যবহার করলে তা হয় না।

• প্লাস্টিকে যে স্ট্র বানানো হয়, সেটি খুবই নিম্নমানের। ফলে অতিরিক্ত ঠান্ডা বা গরম পানীয় এর ভিতর দিয়ে যাওয়ার সময়ে প্লাস্টিকের অতিসূক্ষ্ম কণা এর সঙ্গে মেশে। যা শরীরে গিয়ে নানা রকম ক্ষতি করে।

• স্ট্র দিয়ে কিছু পান করার সময়ে মুখের পেশিতে চাপ পড়ে। সেই চাপ মুখের বলিরেখা বাড়িয়ে দেয়।

আরও পড়ুন
Advertisement