Hair care

Haircare: অপরিষ্কার চিরুনির কারণেও পড়ে যেতে পারে চুল, কত দিন অন্তর পরিষ্কার করবেন চিরুনি?

খালি চোখে দেখা না গেলেও, চিরুনিতে জমে থাকে অসংখ্য জীবাণু। আর নিয়মিত সেই জীবাণু পরিষ্কার না করলে মাথার ত্বকে নানা ধরনের সংক্রমণ হতে পারে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ১৪:৩৪
মাথার ত্বকে নানা সমস্যা হতে পারে চিরুনির কারণে।

মাথার ত্বকে নানা সমস্যা হতে পারে চিরুনির কারণে। ছবি: সংগৃহীত

চিরুনি ঝকঝকে পরিষ্কার? ভাবছেন এখন ধুয়ে কী হবে? এতে তো কোনও ময়লাই নেই। আসলে বিষয়টি তা নয়। খালি চোখে দেখা না গেলেও, চিরুনিতে জমে থাকে অসংখ্য জীবাণু। আর নিয়মিত সেই জীবাণু পরিষ্কার না করলে মাথার ত্বকে নানা ধরনের সংক্রমণ হতে পারে।

নিয়মিত চিরুণি পরিষ্কার না করলে কী কী সমস্যা হতে পারে?

• খুসকি

Advertisement

চুল পড়ে যাওয়া

• মাথার ত্বকে প্রদাহ

• এমনকি চুলের গোড়ায় সংক্রমণ পর্যন্ত হতে পারে, যা পরবর্তী কালে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে

কত দিন অন্তর চিরুনি পরিষ্কার করা উচিত?

চিকিৎসকেরা বলছেন, খুব বেশি হলে টানা দুই থেকে তিন সপ্তাহ চিরুনি ব্যবহার করা উচিত। তার পরেই ভাল করে ধুয়ে ফেলা উচিত। তা হলে জীবাণু বাড়তে পারে না চিরুনিতে।

কত দিন অন্তর চিরুনি পরিষ্কার করা উচিত?

কত দিন অন্তর চিরুনি পরিষ্কার করা উচিত?

চিরুনি পরিষ্কার করারও নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। দেখে নেওয়া যাক সেগুলি:

• চিরুনি বা হেয়ার ব্রাশে আটকে থাকা চুল প্রথমে ছাড়িয়ে নিন।

• এ বার এমন মাপের একটি পাত্র নিন, যাতে চিরুনি বা ব্রাশটি পুরোপুরি ঢুকে যাবে।

• সেই পাত্রটি হাল্কা গরম জলে ভর্তি করুন।

• জলে কয়েক ফোঁটা শ্যাম্পু দিন।

• তার মধ্যে চিরুনি বা ব্রাশটি আধঘণ্টা ডুবিয়ে রাখুন।

• দাঁত মাজার পুরনো ব্রাশ দিয়ে ভাল করে পরিষ্কার করে নিন।

• এর পরে সাধারণ জলে চিরুনি বা ব্রাশ ধুয়ে ফেলুন।

• ভাল করে শুকিয়ে তার পরেই এই চিরুনি বা ব্রাশ ব্যবহার করবেন।

Advertisement
আরও পড়ুন