Google Map

আপনার এলাকা দূষণমুক্ত কি না দেখাবে গুগ্‌ল ম্যাপ, বাতাসের গুণগত মানও জানাবে, কী ভাবে দেখবেন?

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, কলকাতা শহর ও তার সংলগ্ন এলাকাগুলির বাতাসও দূষিত হয়ে উঠছে ক্রমশ। আপনি যে এলাকায় থাকেন, সেখানকার বাতাস দূষিত কি না তা বোঝার একটি উপায় রয়েছে। সেটি কী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৫:৪১
Google Map launches Air Quality view in India

গুগ্‌ল ম্যাপে কী ভাবে দেখবেন দূষণের মাত্রা? ফাইল চিত্র।

দিল্লিতে দূষণের মাত্রা বিপজ্জনক। কিন্তু, আপনার এলাকার বাতাসের গুণগত মান কি ভাল? আপনার শহরেই বা দূষণের হাল-হকিকত কী রকম? দিল্লির দূষণদাপট নিয়ে দেশজোড়া আলোচনার মধ্যেই দেশের অন্যান্য রাজ্য ও শহরের দূষণের মাত্রা নিয়েও নানা রকম তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, কলকাতা শহর ও তার সংলগ্ন এলাকাগুলির বাতাসও দূষিত হয়ে উঠছে ক্রমশ। আপনি যে এলাকায় থাকেন, সেখানকার বাতাস দূষিত কি না তা বোঝার উপায় আছে। সেই সুবিধা এনেছে গুগ্‌ল ম্যাপ।

Advertisement

বাতাসের গুণগত মানের সূচক হল একিউআই। একিউআই কোথায় ভাল, কোথায় খারাপ বা অত্যন্ত খারাপ— তা নিয়ে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নির্দেশিকা রয়েছে। বাতাসের গুণগত মানের সূচক যদি শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকে, তা হলে তা হলে বুঝতে হবে, ভাল। ৫১-১০০ সন্তোষজনক, ১০১-২০০ সামান্য খারাপ, ২০১-৩০০ খারাপ, ৩০১-৪০০ খুব খারাপ, ৪০১-৫০০ অতি ভয়ানক। দিল্লির একিউআই এখন ৪৯৭। যা অতি বিপজ্জনক পর্যায়েই পড়ে।

পিছিয়ে নেই কলকাতাও। এ শহরেরও কয়েকটি জায়গায় বাতাসের গুণগত মানের সূচক ২০০ ছাড়িয়ে গিয়েছে। আপনি যেখানে থাকেন, সেখানে দূষণ কতটা বাড়ছে, তা জানতে গুগ্‌ল ম্যাপ খুললেই হবে। এত দিন আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের মতো দেশে এই সুবিধা দিচ্ছিল গুগ্‌ল। এখন ভারতেও এই পরিষেবা পাওয়া যাচ্ছে।

গুগ্‌ল ম্যাপে দূষণের মাত্রা বুঝবেন কী ভাবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র প্রয়োগে ‘হাইপারলোকাল এয়ার কোয়ালিটি’ নামক একটি পরিষেবা এনেছে গুগ্‌ল ম্যাপ। এখানে ‘কোড সিস্টেম’ ব্যবহার করে ‘একিউআই ট্র্যাকার’ বানানো হয়েছে। সেই ট্র্যাকারে বিভিন্ন রকম রং রয়েছে, যা বাতাসের গুণগত মান কত, তা নির্দেশ করবে। যে এলাকার বাতাসে দূষণের মাত্রা কম, সেখানে একিউআই ট্র্যাকারের রং দেখাবে সবুজ। যেখানে দূষণ খুব বেশি এবং বাতাসের মান অতি খারাপ, সেখানে রং হবে গাঢ় লাল। যদি বাতাসের মান খারাপের দিকে হয়, তা হলে রং হবে কমলা। আর যদি মাঝারি হয়, তা হলে রং হবে হলুদ।

একিউআই ট্র্যাকার দেখতে হলে আগে গুগ্‌ল ম্যাপের আপডেটেট ভার্সন ইনস্টল করুন।

এর পর যে জায়গার দূষণের মাত্রা দেখতে চাইছেন, সেটি সার্চে গিয়ে খুঁজুন।

জায়গাটি ম্যাপে দেখালে পাশে ডান দিকের কোণে থাকা চৌকো আকৃতির ‘লেয়ার’ আইকনে ক্লিক করুন। সেখানেই ওই নির্বাচিত এলাকার একিউআই কত, তা দেখতে পাবেন।

Advertisement
আরও পড়ুন