New York

Bizarre: ডিজে, বিকিনিতে মেট্রোর ভিতরেই উদ্দাম পার্টি! তরুণীদের কাণ্ডে তটস্থ যাত্রীরা

ডিজে চালিয়ে বিকিনি পরে নাচ করছেন বেশ কয়েক জন তরুণী। অদ্ভুত শোনালেও এমনই ঘটনা ঘটতে দেখা গেল নিউ ইয়র্কের পাতালপথে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৭:৩৯
পাতালপথে পার্টি

পাতালপথে পার্টি ছবি: সংগৃহীত

মেট্রোতে করে অফিস যাচ্ছিলেন, দরজা খুলতেই দেখা গেল ভিতরে চলছে উদ্দাম নাচ! ডিজে চালিয়ে বিকিনি পরে নাচ করছেন বেশ কয়েক জন তরুণী। অদ্ভুত শোনালেও এমনই ঘটনা ঘটতে দেখা গেল নিউ ইয়র্কের পাতালপথে।

Advertisement

গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন একাধিক যাত্রী। ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে, মেট্রোর মেঝেতে রীতিমতো প্লাস্টিকের মাদুর পেতে তাতে জল ও তেল ঢেলে ‘পুল পার্টি’ করছেন একাধিক তরুণী। পরনে বিকিনি, হাতে মদের বোতল। এমনকি, যাঁরা মেট্রোতে উঠছেন তাঁদেরকে মদ্যপানের আমন্ত্রণও জানান তরুণীরা। কয়েক জন যাত্রীকে সেই অনুরোধ মেনে মদ্যপান করতেও দেখা যায়। কোনও কোনও যাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নাচার চেষ্টাও করেন তরুণীরা।

মেট্রোর ভিতর মদ্যপান করা আইনত নিষিদ্ধ, তাই গোটা বিষয়টি নিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি উঠতে শুরু করেছে। তবে ভিডিয়ো হু হু করে ছড়িয়ে পড়লেও এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি স্থানীয় প্রশাসনকে।

Advertisement
আরও পড়ুন