Coffee

Coffee: ওষুধ খাওয়ার পরেই কফির কাপে চুমুক? বিপদ হতে পারে এর ফলে

ওষুধের প্রভাব কমে যেতে পারে কফির কারণে। যাঁদের সুস্থ থাকার জন্য নিয়মিত কোনও ওষুধ খেতে হয়, তাঁদের ক্ষেত্রে কফি বিপজ্জনক হয়ে উঠতে পারে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৬
ওষুধ খাওয়ার পরে কফি খেলে বিপদ হতে পারে

ওষুধ খাওয়ার পরে কফি খেলে বিপদ হতে পারে ছবি: সংগৃহীত

আপনাকে কি নিয়মিত কোনও ওষুধ খেতে হয়? আবার আপনি কফি খেতেও ভালবাসেন? তা হলে সাবধান। কারণ আপনার ওষুধের কাজ করার ক্ষমতা কমিয়ে দিতে পারে কফি।

সম্প্রতি ‘বায়োমেড রিসার্চ ইন্টারন্যাশনাল’ নামক জার্নালে এই বিষয় সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ওষুধের প্রভাব কমে যেতে পারে কফির কারণে। যাঁদের সুস্থ থাকার জন্য নিয়মিত কোনও ওষুধ খেতে হয়, তাঁদের ক্ষেত্রে কফি বিপজ্জনক হয়ে উঠতে পারে।

কেন কফি খেলে ওষুধের কাজ করার ক্ষমতা কমে?

Advertisement

গবেষণাপত্রে বলা হয়েছে, প্রতিটি ওষুধের কাজ করার জন্য নির্দিষ্ট সময় লাগে। ওষুধ খাওয়ার পরে কফি পান করলে, ওষুধের উপাদানের উপরে তার প্রভাব পড়ে। সেটি রক্তে মেশার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এ জন্য দায়ী কফির অম্লতা।

তা হলে কি কোনও ওষুধ খেলে কফি সম্পূর্ণ বাদ দিতে হবে? তাও নয়। প্রতিটি ওষুধ খাওয়ার ঘণ্টা খানেক পরে কফি খাওয়াই যায়। তবে কোন ওষুধ খাওয়ার কত ঘণ্টা পরে কফি খাওয়া যাবে, তা বলতে পারবেন চিকিৎসকই। সেই সময়ের পরে পরিমিত কফি খেলে সমস্যা হবে না।

আরও পড়ুন
Advertisement