New UPI Rules

১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে কিছু ইউপিআই আইডি, আপনারটি তার মধ্যে নেই তো?

ইউপিআই পরিষেবা কিন্তু ১ ফেব্রুয়ারি থেকে ধাক্কা খেতে পারে। কী ধরনের বদল আনা হচ্ছে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৭:২৭
Changes are coming in UPI rules, remove these characters from your ID to stay safe

ইউপিআইতে নতুন কী কী বদল আসছে? ফাইল চিত্র।

যত সময় গড়াচ্ছে, ততই আরও বেশি করে ডিজ়িটাল পেমেন্টের দিকে ঝুঁকছে আমজনতা। বাড়ছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন। গৃহস্থালির পণ্য কেনা থেকে শুরু করে খাবার বা ওষুধ, এমনকি বিল পেমেন্টের ক্ষেত্রেও অনেকেই এই প্রযুক্তিটি ব্যবহার করছেন। এই ইউপিআই পরিষেবা কিন্তু ১ ফেব্রুয়ারি থেকে ধাক্কা খেতে পারে। ‘ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া’ (এনসিপিআই) বিবৃতি দিয়ে জানিয়েছে, কিছু ইউপিআই আইডি বন্ধ করে দেওয়া হবে। সেই আইডিগুলির মধ্যে আপনারটি নেই তো? আইডিতে কী কী বদল আনলে আপনার ইউপিআই অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে?

Advertisement

এনসিপিআই-এর তরফে নতুন নিয়ম জারি করা হয়েছে। বলা হয়েছে, যাঁদের ইউপিআই আইডি-তে বিশেষ কোনও অক্ষর আছে, যেমন #, @, * অথবা $, তাঁদের আইডি বন্ধ করে দেওয়া হবে। ইউপিআই আইডিতে কেবলমাত্র সংখ্যা (০-৯) এবং অ্যালফাবেট (এ থেকে জ়েড) ব্যবহার করা যাবে। অনেক ভুয়ো আইডি ওই বিশেষ অক্ষরগুলো দিয়ে তৈরি করা হয়। এমন আইডি থেকে প্রতারণামূলক কাজকর্ম বেড়েছে। তাই নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছে এনসিপিআই।

কী ভাবে প্রতারণার ফাঁদ পাতা হয় অনলাইনে,সে বিষয়েও সতর্ক করেছে এই কেন্দ্রীয় সংস্থা। এনপিসিআই জানিয়েছে,ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনের সময়ে ব্যবহারকারীরা যেন আরও বেশি সতর্ক থাকেন। যে আইডিতে টাকাপয়সার লেনদেন করছেন, সেটি যাচাই করে নেওয়া জরুরি। এমন অনেক ভুয়ো আইডি পাওয়া গিয়েছে, যেখানে আইডি তৈরি হয়েছে নানা রকম বিশেষ চিহ্ন ও অক্ষর দিয়ে। সেগুলিই এ বার বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সংস্থা।

Advertisement
আরও পড়ুন