Shoot out

বন্ধ ঘরে মেয়ের বিছানায় নগ্ন অবস্থায় শুয়ে বন্ধু, দেখেই একের পর এক গুলি বাবার

বিছানায় মেয়ের পাশে, নগ্ন অবস্থায় শুয়ে রয়েছেন বন্ধু। তাই দেখেই একের পর এক গুলি বন্ধুকে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ২০:২০
Symbolic image of Gun

মেয়ের বিছানায় বিবস্ত্র বন্ধুকে দেখেই গুলি মেয়ের বাবার। ছবি- প্রতীকী

বন্ধুত্ব না পিতৃত্ব? কোন পরিচয় আগে? মেয়ের বিছানায় নগ্ন হয়ে শুয়ে রয়েছেন বন্ধু। দেখেই চক্ষু চড়কগাছে বাবার। বন্ধুর দিকে একের পর এক গুলি ছুড়ে পুলিশের হাজতে মেয়ের বাবা। এমন কাণ্ড ঘটানোর পর তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বলে জানা গিয়েছে।

Advertisement

বছর ৪৪-এর ডাইন ভিক্টর বাড়িতেই খানাপিনার আসর বসিয়েছিলেন। ভিক্টরের বন্ধু ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় জ্ঞানশূন্য হয়ে যে বন্ধুর মেয়ের ঘরে ঢুকে পড়েছিলেন, তা টের পাননি কেউই। এই পর্যন্ত হলেও একটা কথা ছিল। কিন্তু তা নয়। হঠাৎ মেয়ের চিৎকার শুনে ছুটে গিয়ে ওই ব্যক্তি উদ্ধার করেন, বন্ধুটি একেবারে নগ্ন অবস্থায় শুয়ে রয়েছেন মেয়ের পাশে। এই দৃশ্য দেখে রাগে ফেটে পড়েন তিনি। বন্ধুর এমন আচরণে ক্ষুব্ধ ভিক্টর বন্দুক তাক করে একের পর এক এলোপাথাড়ি ভাবে গুলি ছুড়তে শুরু করেন। পিছন থেকে এসে তাঁকে আটকে দেন ওই ব্যক্তির স্ত্রী।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউই আহত না হলেও বেআইনি ভাবে বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন