coronavirus

Coronavirus: করোনার পরে শিশুর চামড়ায় লাল ভাব? কেন সতর্ক হতে হবে

চিকিৎসকেদের মত, করোনা থেকে সেরে ওঠার সময়ে শিশুর চামড়ায় কোনও ফোলা ভাব দেখলে বেশি সতর্ক হওয়া জরুরি। এ অন্য কোনও সমস্য়ার ইঙ্গিত হতে পারে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১৬:৪৮
শিশুর ত্বকে অল্প লাল ভাব দেখলেও সাবধান হতে বলছেন চিকিৎসকেরা।

শিশুর ত্বকে অল্প লাল ভাব দেখলেও সাবধান হতে বলছেন চিকিৎসকেরা। ফাইল চিত্র

করোনার দ্বিতীয় ঢেউয়ে বহু শিশুকেই সংক্রমিত হতে দেখা গিয়েছে। তাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই এক ধরনের উপসর্গ দেখা যাচ্ছে। তা হল চামড়ার অ্যালার্জি। করোনা থেকে সেরে ওঠার পরে সপ্তাহ ছয়েক পর্যন্ত দেখা দিতে পারে এমন ধরনের সমস্যা। তাই শিশু ভাইরাসমুক্ত হওয়ার পরেও সতর্ক থাকতে বলছেন চিকিৎসকেরা।

করোনা সংক্রমিত হওয়ার পরে অনেক শিশুর ‘মাল্টি ইনফ্লামেটরি সিন্ড্রোম’ দেখা দিচ্ছে। বহু শিশুর ক্ষেত্রে দেখা গিয়েছে, হাল্কা চুলকানির মতো সমস্যা দিয়ে শুরু হচ্ছে। তার পরে ধীরে ধীরে তা বাড়তে থাকছে। ফলে শিশুর ত্বকে অল্প লাল ভাব দেখলেও সাবধান হতে বলছেন চিকিৎসকেরা। এ ছাড়াও ফোলা ভাব দেখা দিতে পারে চামড়ায়। অনেকের পরিস্থিতি গুরুতর হলে র‌্যাশ বেরোয় শরীরের নানা জায়গায়।

Advertisement

চিকিৎসকেদের মত, নানা কারণেই শিশুদের চামড়ায় অ্যালার্জির উপসর্গ দেখা দিতে পারে। ফলে শিশুর শরীরে সামান্য লাল ভাব দেখলেই আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে এই সব উপসর্গের যোগ থাকতে পারে করোনাভাইরাসের সঙ্গেও। তাই কোনও ধরনের অ্যালার্জির উপসর্গ দেখা দিলে সাবধান হওয়া প্রয়োজন। কয়েকটা দিন শিশুকে ভাল ভাবে নজরে রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন