coronavirus

Coronavirus: করোনায় পক্ষাঘাত হতে পারে মুখে, বেঁকে যেতে পারে হাসি, বাঁচার রাস্তা টিকাকরণ

যাঁরা টিকা নিচ্ছেন, তাঁরা অনেক বেশি নিরাপদ। যাঁরা টিকা নিচ্ছেন না, তাঁদের মধ্যে এই সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ৭ গুণ বেশি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১১:৩৮
মুখ বদলে যেতে পারে কোভিড সংক্রমণে।

মুখ বদলে যেতে পারে কোভিড সংক্রমণে। ছবি: সংগৃহীত

শরীরে করোনা সংক্রমণের নতুন নতুন প্রভাবের কথা নিত্য ধরা পড়ছে গবেষণায়। এ ভাবেই হালের এক গবেষণায় উঠে এসেছে ‘বেলস পালসি’ বা মুখের পক্ষাঘাতের সমস্যার কথা। চিকিৎসকদের দাবি, যাঁরা টিকা নিচ্ছেন, তাঁরা অনেক বেশি নিরাপদ এই সমস্যা থেকে। যাঁরা টিকা নিচ্ছেন না, তাঁদের মধ্যে এই সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ৭ গুণ বেশি।

সম্প্রতি ক্লিভল্যান্ড মেডিক্যাল সেন্টার হাসপাতাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা দেখিয়েছেন, করোনায় আক্রান্তদের প্রতি ১ লক্ষের মধ্যে প্রায় ৮২ জনের ‘বেলস পালসি’-তে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। সেখানে যাঁরা টিকা নিচ্ছেন, তাঁদের ক্ষেত্রে সংখ্যাটি কমে আসে প্রতি ১ লক্ষে প্রায় ১৯ জনে।

Advertisement

কী এই ‘বেলস পালসি’?

• এতে ঠোঁটের এক প্রান্ত অন্য প্রান্তের তুলনায় ঝুলে যেতে পারে

• চোখের আশপাশে পেশি শিথিল হয়ে যেতে পারে

• চোখের পাতা পড়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে

• হাসি বেঁকে যেতে পারে

শুধু করোনা নিয়ে নয়, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও প্রতিদিন সন্ধান চলছে। টিকা নেওয়ার কারণে ‘বেলস পালসি’ হতে পারে কি না, তা নিয়ে সন্ধান করতে গিয়েই ধরা পড়ে করোনার কারণে এটি হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে করোনা সংক্রমণ থেকে বাঁচতেই শুধু নয়, মুখের পক্ষাঘাতের মতো সমস্যা এড়াতেও টিকা নেওয়া দরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement