Children

Coronavirus: শিশুদের মধ্যে কোভিড সংক্রমণের উপসর্গ কী? কোন সমস্যায় বেশি নজর দেবেন

নতুন ঢেউয়ে ছোটদের সংক্রমিতদের হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি বলে মনে করছেন চিকিৎসকেদের একাংশ। তা নিয়ে চিন্তিত বাবা-মায়েরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০২১ ১৮:৫৮
পেট ব্যথা, ডায়েরিয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে বহু শিশুর ক্ষেত্রে।

পেট ব্যথা, ডায়েরিয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে বহু শিশুর ক্ষেত্রে। ফাইল চিত্র

তৃতীয় তরঙ্গ আসছে ভেবে আতঙ্কে এখন অনেকে। বারবার উঠে আসছে শিশুদের কথা। নতুন ঢেউয়ে ছোটদের সংক্রমিতদের হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি বলে মনে করছেন চিকিৎসকেদের একাংশ। তা নিয়ে চিন্তিত বাবা-মায়েরা। এর মধ্যে সমস্যার মোকাবিলা করার জন্য নিজেদের কী ভাবে প্রস্তত রাখবেন শিশুদের অভিভাবকেরা? সবচেয়ে আগে জেনে রাখা প্রয়োজন শিশুদের মধ্যে করোনা সংক্রমণের উপসর্গগুলি।

কোন ধরনের লক্ষণ দেখা দিলে বাড়ির শিশুটিকে আরও চোখে চোখে রাখতে হবে? শুরুর দিকে ঠিক কোন ধরনের উপসর্গ দেখা দেয় শিশুদের ক্ষেত্রে?

Advertisement

১) বড়দের মতোই জ্বর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। শিশুর জ্বর এসেছে মনে হলে সাবধান হওয়া জরুরি।

২) পেট ব্যথা, ডায়েরিয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে বহু শিশুর ক্ষেত্রে। শিশুটি খাবার হজম করতে পারছে না মনে হলে সতর্ক হওয়া ভাল। কারণ বহু ক্ষেত্রেই এর সঙ্গে কোভিড সংক্রমণের যোগ পাওয়া যাচ্ছে।

৩) ত্বকে লাল ভাব, র‌্যাশ দেখলেও একটু খেয়াল রাখুন। তা বেশি বাড়তে দেবেন না। বহু শিশুর ক্ষেত্রে সংক্রমণের প্রথম ইঙ্গিত দিচ্ছে এই র‌্যাশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement