CIMA Art Gallery

CIMA Awards: অতিমারির কঠিন সময়ে শিল্পের উদ্‌যাপন! সিমা পুরস্কার পেলেন কারা

প্রতি বছর নবীন শিল্পীদের এগিয়ে চলার উৎসাহ দেয় ‘সিমা অ্যাওয়ার্ডস’।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৫
০১ ২৮
দেশের নবীন শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। প্রথমে সারা দেশের ২৫ থেকে ৪০ বছর বয়সের শিল্পীদের যোগ দেওয়ার এবং তাঁদের কাজ পাঠানোর আবেদন জানানো হয়। সকলের কাজ দেখে সম্মান জানানো হয় সেরাদের। প্রতি বছর এ ভাবেই নবীন শিল্পীদের এগিয়ে চলার উৎসাহ দেয় ‘সিমা অ্যাওয়ার্ডস’। এ বছর সেই পুরস্কার দেওয়া হয়েছে ১২ জন শিল্পীকে। ছবিতে তরুণ শিল্পীদের সঙ্গে রয়েছেন সমীর আইচ এবং তাপস বিশ্বাস।

দেশের নবীন শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। প্রথমে সারা দেশের ২৫ থেকে ৪০ বছর বয়সের শিল্পীদের যোগ দেওয়ার এবং তাঁদের কাজ পাঠানোর আবেদন জানানো হয়। সকলের কাজ দেখে সম্মান জানানো হয় সেরাদের। প্রতি বছর এ ভাবেই নবীন শিল্পীদের এগিয়ে চলার উৎসাহ দেয় ‘সিমা অ্যাওয়ার্ডস’। এ বছর সেই পুরস্কার দেওয়া হয়েছে ১২ জন শিল্পীকে। ছবিতে তরুণ শিল্পীদের সঙ্গে রয়েছেন সমীর আইচ এবং তাপস বিশ্বাস।

০২ ২৮
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সুমন চন্দ্র। সিমা গ্যালারির অধিকর্তা রাখী সরকারের হাত থেকে পুরস্কার নিলেন তিনি।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সুমন চন্দ্র। সিমা গ্যালারির অধিকর্তা রাখী সরকারের হাত থেকে পুরস্কার নিলেন তিনি।

০৩ ২৮
এই ছবির জন্যই ‘সিমা পুরস্কার’ পেয়েছেন সুমন। সিমা গ্যালারিতে পুরস্কৃত শিল্পীদের কাজ নিয়ে চলছে প্রদর্শনী। সেখানে রয়েছে সুমনের কাজ।

এই ছবির জন্যই ‘সিমা পুরস্কার’ পেয়েছেন সুমন। সিমা গ্যালারিতে পুরস্কৃত শিল্পীদের কাজ নিয়ে চলছে প্রদর্শনী। সেখানে রয়েছে সুমনের কাজ।

Advertisement
০৪ ২৮
দ্বিতীয় স্থান পেয়েছেন সোনাল ভরসানেয়া। তাঁর হয়ে অনুরাধা লোহিয়ার হাত থেকে পুরস্কার নিচ্ছেন গায়ত্রী শর্মা।

দ্বিতীয় স্থান পেয়েছেন সোনাল ভরসানেয়া। তাঁর হয়ে অনুরাধা লোহিয়ার হাত থেকে পুরস্কার নিচ্ছেন গায়ত্রী শর্মা।

০৫ ২৮
আগামী ২৭ তারিখ পর্যন্ত সোনালের এই কাজ দেখা যাবে সিমা গ্যালারিতে।

আগামী ২৭ তারিখ পর্যন্ত সোনালের এই কাজ দেখা যাবে সিমা গ্যালারিতে।

Advertisement
০৬ ২৮
সোনাল ভরসানেয়া।

সোনাল ভরসানেয়া।

০৭ ২৮
এই কাজের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন অক্ষয় মাইতি।

এই কাজের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন অক্ষয় মাইতি।

Advertisement
০৮ ২৮
শিল্পী জয়শ্রী বর্মণের হাত থেকে পুরস্কার নিচ্ছেন অক্ষয়।

শিল্পী জয়শ্রী বর্মণের হাত থেকে পুরস্কার নিচ্ছেন অক্ষয়।

০৯ ২৮
গান ও ছবির ইনস্টলেশন বানিয়েছেন আশিস কুমার মহাখুদ।

গান ও ছবির ইনস্টলেশন বানিয়েছেন আশিস কুমার মহাখুদ।

১০ ২৮
শ্রেয়সী চট্টোপাধ্যায় এবং অল্কা পাণ্ডের হাত থেকে পুরস্কার নিচ্ছেন আশিস।

শ্রেয়সী চট্টোপাধ্যায় এবং অল্কা পাণ্ডের হাত থেকে পুরস্কার নিচ্ছেন আশিস।

১১ ২৮
জুরি পুরস্কার নিচ্ছেন রবি মৌর্য।

জুরি পুরস্কার নিচ্ছেন রবি মৌর্য।

১২ ২৮
সিমা গ্যালারিতে দেখা যাবে রবির এই কাজ।

সিমা গ্যালারিতে দেখা যাবে রবির এই কাজ।

১৩ ২৮
রুদ্রাংশু মুখোপাধ্যায়ের হাত থেকে ‘স্পেশ্যাল মেনশন অ্যাওয়ার্ড’ নিচ্ছেন সায়ন্তন সামন্ত।

রুদ্রাংশু মুখোপাধ্যায়ের হাত থেকে ‘স্পেশ্যাল মেনশন অ্যাওয়ার্ড’ নিচ্ছেন সায়ন্তন সামন্ত।

১৪ ২৮
সায়ন্তনের শিল্প।

সায়ন্তনের শিল্প।

১৫ ২৮
সিমা গ্যালারিতে গেলে দেখা যাবে অনির্বাণ সাহার ‘কোয়ারেটাইন নোটবুক’-ও।

সিমা গ্যালারিতে গেলে দেখা যাবে অনির্বাণ সাহার ‘কোয়ারেটাইন নোটবুক’-ও।

১৬ ২৮
রুদ্রাংশু মুখোপাধ্যায়ের থেকে ‘স্পেশ্যাল মেনশন অ্যাওয়ার্ড’ নিচ্ছেন অনির্বাণ।

রুদ্রাংশু মুখোপাধ্যায়ের থেকে ‘স্পেশ্যাল মেনশন অ্যাওয়ার্ড’ নিচ্ছেন অনির্বাণ।

১৭ ২৮
জলধর নষ্করের হাতে ‘মেরিট অ্যাওয়ার্ড’ তুলে দিচ্ছেন মিমি চক্রবর্তী।

জলধর নষ্করের হাতে ‘মেরিট অ্যাওয়ার্ড’ তুলে দিচ্ছেন মিমি চক্রবর্তী।

১৮ ২৮
এই ইনস্টলেশনের জন্য সম্মানিত হয়েছেন জলধর।

এই ইনস্টলেশনের জন্য সম্মানিত হয়েছেন জলধর।

১৯ ২৮
‘মেরিট অ্যাওয়ার্ড’ পেলেন জয়দীপ ভট্টাচার্য। পুরস্কার তুলে দিলেন মিমি চক্রবর্তী।

‘মেরিট অ্যাওয়ার্ড’ পেলেন জয়দীপ ভট্টাচার্য। পুরস্কার তুলে দিলেন মিমি চক্রবর্তী।

২০ ২৮
জয়দীপের শিল্প।

জয়দীপের শিল্প।

২১ ২৮
মিমি চক্রবর্তীর হাত থেকে ‘মেরিট অ্যাওয়ার্ড’ নিলেন সত্যরাজন দাস।

মিমি চক্রবর্তীর হাত থেকে ‘মেরিট অ্যাওয়ার্ড’ নিলেন সত্যরাজন দাস।

২২ ২৮
সত্যরাজনের কাজ।

সত্যরাজনের কাজ।

২৩ ২৮
‘মেরিট অ্যাওয়ার্ড’ নিচ্ছেন শুভঙ্কর বাগ।

‘মেরিট অ্যাওয়ার্ড’ নিচ্ছেন শুভঙ্কর বাগ।

২৪ ২৮
শুভঙ্করের শিল্প।

শুভঙ্করের শিল্প।

২৫ ২৮
যোগেশ পি. নায়েককে ‘ডিরেক্টর্স চয়েস অ্যাওয়ার্ড’ দিলেন সুমন মুখোপাধ্যায়।

যোগেশ পি. নায়েককে ‘ডিরেক্টর্স চয়েস অ্যাওয়ার্ড’ দিলেন সুমন মুখোপাধ্যায়।

২৬ ২৮
এই পেন্টিংয়ের জন্য সম্মানিত হয়েছেন যোগেশ।

এই পেন্টিংয়ের জন্য সম্মানিত হয়েছেন যোগেশ।

২৭ ২৮
শিভি যাদবও পেলেন ‘ডিরেক্টর্স চয়েস অ্যাওয়ার্ড’। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন সুমন মুখোপাধ্যায়।

শিভি যাদবও পেলেন ‘ডিরেক্টর্স চয়েস অ্যাওয়ার্ড’। তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন সুমন মুখোপাধ্যায়।

২৮ ২৮
তুলো, কাপড়, ফাইবার, তার, মোমের মতো নানা সামগ্রীর ব্যবহারে নিজের শিল্প ভাবনা প্রকাশ করেছেন শিভি।

তুলো, কাপড়, ফাইবার, তার, মোমের মতো নানা সামগ্রীর ব্যবহারে নিজের শিল্প ভাবনা প্রকাশ করেছেন শিভি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি