COVID Vaccine

Covid Vaccine: করোনার টিকা নিলেই জমাট বাঁধছে রক্ত! কতটা ঠিক এই দাবি?

করোনা সংক্রমণের ফলে রক্ত জমাট বাঁধার কথা এর আগেও বহু বার বলেছেন চিকিৎসকেরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১৫:৩১
টিকা নিলে কি রক্ত জমাট বাঁধতে পারে?

টিকা নিলে কি রক্ত জমাট বাঁধতে পারে? ছবি: সংগৃহীত

করোনার বিশেষ কয়েকটি টিকায় রক্ত জমাট বাঁধতে পারে। এমন একটা আশঙ্কায় অনেকেই রয়েছেন। এই আশঙ্কা কতটা ঠিক? চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলছেন, করোনা বিশেষ কিছু টিকা নিয়ে রক্ত জমাট বাঁধার সমস্যা হচ্ছে। কিন্তু সংখ্যাটা অতি সামান্য।

করোনা সংক্রমণের ফলে রক্ত জমাট বাঁধার কথা এর আগেও বহু বার বলেছেন চিকিৎসকেরা। ‘‘করোনা সংক্রমণে রক্তে কিছু এনজাইম বাড়ে, কিছু কিছু সাইটোকাইন বাড়ে। এর ফলে রক্ত জমাট বাঁধতে পারে। সেই কারণেই আমরা পরামর্শ দিই, ডি-ডাইমার পরীক্ষা করানোর। কিন্তু টিকার ক্ষেত্রে সংখ্যাটা অতটাও ভয় পাওয়ার মতো নয়,’’ বলছেন সুবর্ণ।

Advertisement

তাঁর মতে, করোনার কারণে রক্তজালিকার মধ্যে ছোট ছোট আকারে রক্ত জমাট বাঁধতে পারে। ডি-ডাইমার পরীক্ষা থেকেই একমাত্র এটা বোঝা সম্ভব। দেরি হয়ে গেলে রোগী হৃদরোগে আক্রান্তও হতে পারেন। কিন্তু টিকার কারণে এই সমস্যা ব্যাপক পরিমাণে ঘটছে— এমন কোনও খবর এখনও নেই। ‘‘এত মানুষ টিকা নিচ্ছেন। সকলকে ডি-ডাইমার পরীক্ষা করাতে হবে— এটা কোনও কাজের কথা নয়,’’ বলছেন তিনি।

তা হলে টিকা নেওয়ার পর কাদের রক্ত জমাট বাঁধা সম্পর্কে সাবধান হতে হবে? সুবর্ণর পরামর্শ, ‘‘টিকা নেওয়ার পর যাঁদের পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে, চিকিৎসকের সঙ্গে তাঁদের কথা বলা উচিত। উপসর্গ দেখে চিকিৎসকের পক্ষেই বোঝা সম্ভব রক্ত জমাট বাঁধার লক্ষণ আছে কি না। তা সে মৃদু উপসর্গই হোক, কিংবা বেশি মাত্রায় হোক— চিকিৎসককে জানানোটা দরকারি।’’ টিকা নেওয়ার পর সামান্য উপসর্গ হলে তো বটেই, যাঁদের অন্য অসুখ আছে, তাঁদেরও চিকিৎসককে জানাতে হবে পুরোটা। তার পরে চিকিৎসকই ঠিক করে দেবেন, কোন কোন পরীক্ষা করাতে হবে, বলছেন সুবর্ণ।

আরও পড়ুন
Advertisement