Bride

অন্তর্বাস পরে বিয়ের দিন জিম করছেন, সেই ভিডিয়ো পোস্ট করতেই কটাক্ষের শিকার কনে

খোলামেলা পোশাকে জিমে ব্যস্ত কনে। সেই ভিডিয়ো পোস্ট করতেই উঠল সমালোচনার ঝড়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১৫:৫২
Symbolic Image.

বিয়ের দিন ছোট পোশাক পরে সমালোচনার শিকার কনে। ছবি: সংগৃহীত।

পরনে সাদা স্পোর্টস ব্রা, ঊরুর কাছে শেষ হয়ে যাওয়া আঁটসাঁট স্কার্ট, এমন পোশাকেই বিয়ের দিন সকালে বন্ধুদের নিয়ে গান চালিয়ে জিম করছিলেন কনে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করতেই তাঁর দিকে ধেয়ে এল সমালোচনার ঢেউ।

ফ্লোরিডার বাসিন্দা জ্যানি এবং জ্যাকসন দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের পর সংসার পাতার সিদ্ধান্ত নেন। দু’বাড়ির পূর্ণ সম্মতিতেই বিয়ের আয়োজন শুরু হয়। বিয়ের দিনটি নিয়ে অত্যন্ত উত্তেজিত ছিলেন জ্যানি। বিয়ের দিন যাতে চুটিয়ে মজা করতে পারেন, সে জন্য বন্ধুদের নিয়ে সকাল থেকে জিমে ব্যস্ত ছিলেন তিনি। শরীরচর্চার ফাঁকেই আনন্দে খানিক নেচেও নিচ্ছিলেন। পুরোটাই ক্যামেরাবন্দি হয়। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করতেই কটাক্ষের শিকার হন জ্যানি।

Advertisement

চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে কিছু করলেই তা নিয়ে সমালোচনার চল নতুন নয়। বহু কাল থেকেই তা হয়ে আসছে। বিয়ের সকাল থেকে ঘরোয়া সাজে লজ্জায় লাল হবেন কনে। সব আচার-রীতি একে একে মানবেন— এমনটাই যেন দস্তুর। সেখানে হবু কনে খোলামেলা পোশাক পরে নাচের তালে কোমর দোলাচ্ছেন, তা মেনে নিতে পারেননি অনেকেই। তাই কেউ লিখেছেন, ‘‘বিয়ের দিন এমন পোশাক পরা মোটেই উচিত হয়নি।’’ কারও আবার মত, ‘‘এই ভিডিয়ো পোস্ট করে ঠিক করেননি।’’ তবে অনেকে আবার জেনিকে সমর্থন করে লিখেছেন, ‘‘আপনি কোনও ভুল করেননি। বিয়ের দিন আপনি কী পোশাক পরবেন, তা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। সমালোচনা নিয়ে ভাববেন না।’’

Advertisement
আরও পড়ুন