Bizzare

দেখতে বাদুড়! একই সঙ্গে শরীরে অন্ডকোষ ও ডিম্বাশয়, এমন জীবের হদিস পেলেন বিজ্ঞানীরা

সমুদ্রের তলদেশে গবেষণার কাজে প্রতিনিয়ত চলে নানা রকম অভিযান। কিন্তু এর আগে এমন অদ্ভুত জীব দেখেননি বিজ্ঞানীরা।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ১৬:৪৫
এ কেমন অদ্ভুত জীব!

এ কেমন অদ্ভুত জীব! ছবি- সংগৃহীত

সমুদ্রের তলদেশে রয়েছে আরও এক আশ্চর্য পৃথিবী। সেখানে নানা রকম প্রাণীদের বসবাস। সেখানে এত প্রজাতির প্রাণী রয়েছে, তাদের নিয়ে সমুদ্রের তলদেশে প্রতিনিয়ত চলে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা।

Advertisement

সম্প্রতি ‘মিউজিয়ামস ভিক্টোরিয়া রিসার্চ ইনস্টিটিউট’-এর বিজ্ঞানীরা, ভারত মহাসাগরের তলদেশে সেই রকমই একটি প্রাণীর সন্ধান পেয়েছেন। যা দেখতে অনেকটা বাদুড়ের মতো, রয়েছে টিকটিকির মতো লেজ এবং ধারাল দাঁত।

জানা গিয়েছে, ২ লক্ষ ৯০ হাজার ২১৩ স্কোয়ার মাইল জুড়ে অস্ট্রেলিয়ার কোকো দ্বীপের গহীন তলদেশে গবেষণার কাজ চলাকালীন বিজ্ঞানীরা এই প্রাণীটি দেখতে পান।

জেলিফিশের মতো স্বচ্ছ দেহ, অনেকটা বাদুড়ের মতো দেখতে, রয়েছে তরোয়ালের মতো পাখনা, টিকটিকির মতো লম্বা লেজ, চ্যাপ্টা গড়নের দেখতে জীবটির মাথার এক দিকেই চোখ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই জীবটির শরীরে অন্ডকোষ এবং ডিম্বাশয় দুই-ই রয়েছে। যা দেখে রীতিমতো তাজ্জব বিজ্ঞানীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement