এ কেমন অদ্ভুত জীব! ছবি- সংগৃহীত
সমুদ্রের তলদেশে রয়েছে আরও এক আশ্চর্য পৃথিবী। সেখানে নানা রকম প্রাণীদের বসবাস। সেখানে এত প্রজাতির প্রাণী রয়েছে, তাদের নিয়ে সমুদ্রের তলদেশে প্রতিনিয়ত চলে বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা।
সম্প্রতি ‘মিউজিয়ামস ভিক্টোরিয়া রিসার্চ ইনস্টিটিউট’-এর বিজ্ঞানীরা, ভারত মহাসাগরের তলদেশে সেই রকমই একটি প্রাণীর সন্ধান পেয়েছেন। যা দেখতে অনেকটা বাদুড়ের মতো, রয়েছে টিকটিকির মতো লেজ এবং ধারাল দাঁত।
জানা গিয়েছে, ২ লক্ষ ৯০ হাজার ২১৩ স্কোয়ার মাইল জুড়ে অস্ট্রেলিয়ার কোকো দ্বীপের গহীন তলদেশে গবেষণার কাজ চলাকালীন বিজ্ঞানীরা এই প্রাণীটি দেখতে পান।
জেলিফিশের মতো স্বচ্ছ দেহ, অনেকটা বাদুড়ের মতো দেখতে, রয়েছে তরোয়ালের মতো পাখনা, টিকটিকির মতো লম্বা লেজ, চ্যাপ্টা গড়নের দেখতে জীবটির মাথার এক দিকেই চোখ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই জীবটির শরীরে অন্ডকোষ এবং ডিম্বাশয় দুই-ই রয়েছে। যা দেখে রীতিমতো তাজ্জব বিজ্ঞানীরা।