Exercise Bike cum School Desk

পড়তে পড়তে সাইক্লিং, শিশুদের স্থূলতা কমাতে নয়া দাওয়াই স্কুল কর্তৃপক্ষের

মেক্সিকোতে প্রতি তিন জন শিশুর মধ্যে এক জন স্থূলতার শিকার। ৫ থেকে ১১ বছর বয়সি বাচ্চাদের প্রায় ১৯ শতাংশ স্থূলতার শিকার।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৯
Image of Exercise Bike cum School Desk

প্রতি তিন জন শিশুর মধ্যে একজন স্থূলতার শিকার মেক্সিকোতে। ছবি- সংগৃহীত

স্কুলের ছাত্রদের জন্য সাধারণ টেবিল-চেয়ারের বদলে এ বার থাকবে বাইক। তবে এই বাইক যে সে বাইক নয়। শরীরচর্চা করার ‘এক্সসারসাইজ বাইক’। মেক্সিকোর একটি স্কুলে তাদের পড়ুয়াদের জন্য এমনই বন্দোবস্ত করেছেন স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

হালের সমীক্ষা থেকে জানা গিয়েছে, সে দেশে প্রতি তিন জন শিশুর মধ্যে একজন স্থূলতার শিকার। ৫ থেকে ১১ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে যা প্রায় ১৯ শতাংশ। এ ছাড়াও পড়ুয়াদের মধ্যে বেড়ে চলা উদ্বেগ নিয়েও চিন্তিত সেই দেশের প্রশাসন।

স্কুলের অধ্যক্ষ বলেন, “অতিমারি পর থেকেই পড়ুয়াদের মধ্যে শারীরিক নানা রকম সমস্যা দেখা যাচ্ছিল। তার মধ্যে স্থূলতা অন্যতম। বাড়ি থেকে অনলাইনে পড়াশোনা করার ফলে শরীরচর্চা প্রায় বন্ধই করে দিয়েছিল পড়ুয়ারা।”

পড়াশোনার পাশাপাশি বিশেষ এই ব্যবস্থায় পড়ুয়ারা ক্লাসে বসে পড়াশোনা করতে করতেই বাইকের প্যাডেলে চাপ দিয়ে ‘সাইক্লিং’ করতে পারবে। আবার সাধারণ বাইকের মতো নয় বলে, ওই যন্ত্রের উপর রাখা ডেস্কে বই খাতা রেখে লিখতেও পারবে।

Advertisement
আরও পড়ুন