Nail Care

Nail Polish: নেল পলিশ তুলে নতুন রং লাগাবেন? মাঝে এক দিন অপেক্ষা করা কেন জরুরি

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ১৯:০৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নখে লাল রং লাগানো ছিল। এ বার ভাবছেন, অন্য কোনও নেল পলিশ লাগাবেন। নখ থেকে তাই রং তুলে ফেললেন। নখ কাটলেন। নখে ভাল ভাবে ক্রিম মাসাজ করলেন। তার পরেই আবার এর একটি রং লাগিয়ে ফেললেন।

কাজটা কি ঠিক করলেন?

মোটেও নয়।

নখে একটি রং তুলে পরেরটি লাগানোর আগে এক দিন বিরতি নেওয়া জরুরি। ভাবছেন, এতে আবার কী হবে?

Advertisement

অনেক দিন টানা একটি রাসায়নিক রং নখের উপর লাগানো থাকলে তার ফলে নখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। নখের উপরটা খসখসে হয়ে যায়। নখের স্বাভাবিক রংও অনেক সময়ে উধাও হয়ে যেতে পারে। নখ অনেক সময়ে শুকিয়েও যেতে পারে যদি দিনের পর দিন তাতে নেল পলিশ লাগানো থাকে।

ফলে নেল পলিশ তোলার পর এক রাত যদি নখ ফাঁকা রাখা যায়, তবে নখ অনেকটা আরাম পাবে। আলো, হাওয়া পাবে নখ। সব মিলে রক্তচলাচল ভাল হবে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এক দিন নখে পলিশ না লাগানো থাকলে তাতে ভাল ভাবে ক্রিম, জেল ব্যবহার করা যাবে। এর ফলে ত্বক ও নখ যত্ন পাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement