প্রতীকী ছবি।
নখে লাল রং লাগানো ছিল। এ বার ভাবছেন, অন্য কোনও নেল পলিশ লাগাবেন। নখ থেকে তাই রং তুলে ফেললেন। নখ কাটলেন। নখে ভাল ভাবে ক্রিম মাসাজ করলেন। তার পরেই আবার এর একটি রং লাগিয়ে ফেললেন।
কাজটা কি ঠিক করলেন?
মোটেও নয়।
নখে একটি রং তুলে পরেরটি লাগানোর আগে এক দিন বিরতি নেওয়া জরুরি। ভাবছেন, এতে আবার কী হবে?
অনেক দিন টানা একটি রাসায়নিক রং নখের উপর লাগানো থাকলে তার ফলে নখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। নখের উপরটা খসখসে হয়ে যায়। নখের স্বাভাবিক রংও অনেক সময়ে উধাও হয়ে যেতে পারে। নখ অনেক সময়ে শুকিয়েও যেতে পারে যদি দিনের পর দিন তাতে নেল পলিশ লাগানো থাকে।
ফলে নেল পলিশ তোলার পর এক রাত যদি নখ ফাঁকা রাখা যায়, তবে নখ অনেকটা আরাম পাবে। আলো, হাওয়া পাবে নখ। সব মিলে রক্তচলাচল ভাল হবে।
এক দিন নখে পলিশ না লাগানো থাকলে তাতে ভাল ভাবে ক্রিম, জেল ব্যবহার করা যাবে। এর ফলে ত্বক ও নখ যত্ন পাবে।