Makeup remover

মেকআপ তুলতে বেছে নেবেন তেল, না কি জল? কোনটি আপনার ত্বকের জন্য ভাল?

তেল দিয়ে যেমন মেকআপ তোলা যায়, তেমনই ব্যবহার করা যায় মাইসেলার ওয়াটার। আপনার ত্বকের জন্য কোনটি ভাল, বুঝে নিন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২০:০০
মেকআপ তুলতে কোনটি ভাল?

মেকআপ তুলতে কোনটি ভাল? ছবি: সংগৃহীত।

মেকআপ হালকা হোক বা চটকদার, দিনের শেষে তা তুলে ফেলা জরুরি। ক্লিনজ়িং-এর আগেই তুলতে হয় মেকআপ। কারণ, ফেসওয়াশ বা স্ক্রাবারে ধুলো, ময়লা পরিষ্কার হলেও চোখের কোণের কাজল বা ঠোটের কোণের লিপস্টিক চট করে উঠতে চায় না।

Advertisement

মেকআপ তোলার জন্য নানা রকম জিনিস রয়েছে। কেউ নারকেল তেল বা মেকআপ তোলার তেল মাখেন। আবার কেউ বেছে নেন মাইসেলার ওয়াটার। এ ছাড়াও ক্লিনজ়িং মিল্ক ব্যবহার করেন কেউ কেউ। কিন্তু শীতের মরসুমে মেকআপ তোলার জন্য কোনটি ভাল? তেল, না কি জল!

মাইসেলার ওয়াটার কী?

দেখতে জলের মতোই। এটি মৃদু, জলের মতো একটি ক্লিনজ়ার, যা মেকআপের পাশাপাশি ত্বকে জমে থাকা ধুলো, ময়লা, অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে। এতে সাধারণত ক্ষতিকর রাসায়নিক থাকে না।

তেল?

ফাউন্ডেশন হোক বা কাজল, তেলের সাহায্যেও সহজেই মেকআপ তোলা যায়। বিশেষত শুষ্ক ত্বকের জন্য এই উপায় বিশেষ কার্যকর। নারকেল তেল, কাঠবাদামের তেল, অলিভ অয়েল যে কোনও তেল আঙুলের সাহায্যে মুখে মেখে তুলো দিয়ে হালকা ঘষলেই মেকআপ উঠে আসে।

বেছে নেবেন কোনটি?

মাস্কারা হোক বা তরল লিপস্টিক, চট করে উঠতে চায় না। কিন্তু তেলের ব্যবহারে সেই মেকআপ খুব সহজে উঠে আসে। অন্য দিকে, চড়া মেকআপ ভাল ভাবে তুলতে পারে না মাইসেলার ওয়াটার। ফলে হালকা মেকআপ তোলার জন্য ভাল হলেও ভারী মেকআপের জন্য তেলই ভাল।

শীতের মরসুমে ত্বক শুষ্ক হয়ে পড়ে। মাইসেলার ওয়াটার তাই তৈলাক্ত ত্বকের জন্য ভাল হলেও শুষ্ক ত্বকের জন্য নয়। অন্য দিকে, তেল ত্বককে আর্দ্রতা জোগাতে সাহায্য করে। বিশেষত শুষ্ক ত্বক হলে মেকআপ রিমুভার অয়েল বেছে নেওয়াই ভাল।

তবে ব্রণের সমস্যা থাকলে তেল ত্বকের জন্য ভাল না-ও হতে পারে। সে ক্ষেত্রে বেছে নিতে পারেন মাইসেলার ওয়াটার।

কোনটি বাছবেন?

ত্বকের ধরন, মরসুম অনুযায়ী বেছে নিতে হবে, কোনটি ব্যবহার করবেন। শীতের জন্য তেল ভাল হলেও, গরমের দিনে মেকআপ তোলার জন্য মাইসেলার ওয়াটার বেশি ভাল হতে পারে। আবার যাঁর ত্বকের ধরন শুষ্ক, তিনি সারা বছরই মেকআপ তুলতে তেল ব্যবহার করতে পারেন।

Advertisement
আরও পড়ুন