ছবি-- সংগৃহীত
উৎসব হোক বা এমনি সময়— সকলেই একটু আধটু সাজগোজ করেন। রূপটান যেমন সাময়িক সৌন্দর্য্য বৃদ্ধিতে সহায়ক, তেমনই তা ত্বক থেকে যথা সময়ে তুলে ফেলাটাও প্রয়োজনীয়। না হলে এর প্রভাব ত্বকের উপর পড়ে। ত্বককে ভিতর থেকে শুষ্ক করে তোলে। রূপটান করার পর কী ভাবে পরিষ্কার করবেন ত্বক?
১) নারকেল তেল ত্বকের জন্য ভীষণ উপকারী। তাই রূপটান তোলার ক্ষেত্রে বাজার চলতি ক্লিনজার ব্যবহার না করে ভরসা রাখতে পারেন নারকেল তেলের উপর।২) অ্যালোভেরা ও মধু— দু’টিই ত্বকের যত্ন নিতে পারে। দীর্ঘ ক্ষণ রূপটানের পর তাই মধু অ্যালোভেরার মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন।
৩) বাড়িতে আর্য়ুবেদিক শ্যাম্পু বা একদম অল্প ক্ষার যুক্ত শ্যাম্পু থাকলে তা দিয়েও মুখ পরিষ্কার করতে পারেন।
৪) বাড়িতে অ্যলোভেরা জেল থাকলে তাও ব্যবহার করতে পারেন।
৫) চোখের রূপটান তোলার দিকে বিশেষ করে নজর দিন। কারণ চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। রাসায়নিক যুক্ত প্রসাধনী দ্রব্য বেশি ক্ষণ চোখে রেখে দিলে চোখের ক্ষতি হয়। তাই সবার আগে শিশুদের জন্য ব্যবহৃত ক্রিম বা নারকেল তেল দিতে হালকা হাতে চোখের রূপটান তুলে ফেলা উচিত।