Acne problem

ব্রণ কমে গেলেও দাগ থেকে যাচ্ছে? কোন টোটকায় ত্বক হবে চকচকে?

ব্রণর দাগ সহজে যেতে চায় না। অনেকেই নানা ঘরোয়া টোটকা ব্যবহার করেন। তাতে বিশেষ কোনও লাভ হয় না। ত্বকে ব্রণর দাগ কমাতে তাই যত্নে কিছু বদল আনা জরুরি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ২১:০২
ব্রণর দাগ তোলার সহজ উপায়।

ব্রণর দাগ তোলার সহজ উপায়। ছবি: সংগৃহীত।

ত্বকের সবচেয়ে বড় শত্রু হল ব্রণ। শত যত্ন নিয়েও ব্রণ আটকানো যায় না। ঠিক কোন কারণে ব্রণ হয়, সেটা নির্দিষ্ট করে বলে দেওয়া যায় না। তাই ব্রণ আটকানোর পথও এক রকম নয়। সাধ্যসাধনা করে যদিও বা ব্রণ কমানো গেল, এর দাগ ম্লান হতে সময় লাগে। অনেক সময় এই জেদি দাগ সহজে যেতেও চায় না। অনেকেই নানা ঘরোয়া টোটকা ব্যবহার করেন। তাতে বিশেষ কোনও লাভ হয় না। ত্বকে ব্রণর দাগ কমাতে তাই পরিচর্যায় কিছু বদল আনা জরুরি।

Advertisement

১) ব্রণ কমে গিয়েছে বলে ত্বকের পরিচর্যায় ইতি টানলে চলবে না। ব্রণ কমে যাওয়ার পর ত্বকের যত্ন নিয়ে যেতে হবে নিয়ম করে। বিশেষ করে, ‘সিটিএম’ অর্থাৎ ক্লিনজ়িং, টোনিং এবং ময়েশ্চারাইজ়িং বন্ধ করলে চলবে না।

২) দাগছোপ যুক্ত মুখে রোদ লাগলে তা দূর করা আরও সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। তাই রোদে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন মাখার অভ্যাস করতে হবে। বাড়িতে থাকলেও ‘এসপিএফ-৩০’ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

৩) স্ক্রাব করার ফলে ত্বকের মৃত কোষ দূর হয়। রোমকূপে জমে থাকা ময়লা বাইরে বেরিয়ে যায়। দাগছোপ তৈরি হওয়ারও অবকাশ কমে। এ ক্ষেত্রে ‘আলফা হাইড্রক্সি অ্যাসিড’ বা ‘বিটা হাইড্রক্সি অ্যাসিড’ যুক্ত এক্সফোলিয়েট ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement