Tamannaah Bhatia’s Secret Skincare Tips

মায়ের শেখানো রূপটানেই এত উজ্জ্বল তমন্না! ত্বকের যত্নে কী কী ব্যবহার করেন তিনি?

পেশার কারণেই বেশির ভাগ সময়ে মেকআপ করে থাকতে হয় তমন্নাকে। দিনের পর দিন রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহারে ত্বকের প্রভূত ক্ষতিও হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৭:৪৬
Tamannaah Bhatia

অভিনেত্রী তমন্না ভাটিয়া। ছবি: সংগৃহীত।

ত্বকের খুঁত ঢাকতে মেকআপের উপর ভরসা করেন অনেকে। অভিনেতা-অভিনেত্রীরা খরচ করে নানা রকম চিকিৎসাও করান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী তমন্না ভাটিয়া জানিয়েছেন, তিনি তাঁর মায়ের শেখানো ঘরোয়া উপকরণেই ত্বকের যত্ন নেন। ছোটবেলা থেকেই তমন্না সেই রূপটানের উপর ভরসা রেখেছেন।

Advertisement

পেশার কারণেই বেশির ভাগ সময়ে মেকআপ করে থাকতে হয় তমন্নাকে। দিনের পর দিন রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহারে ত্বকের প্রভূত ক্ষতিও হয়। তাই মায়ের শেখানো ঘরোয়া স্ক্রাব এবং মাস্কের উপরেই ত্বকের যত্ন নেওয়ার দায়ভার তুলে দিয়েছেন তমন্না।

তমন্নার শেখানো স্ক্রাব তৈরি করতে কী কী লাগবে?

উপকরণ:

১ চা চামচ চন্দনের গুঁড়ো

১ চা চামচ কফি পাউডার

১ চা চামচ মধু

পদ্ধতি:

ছোট একটি পাত্রে সব ক’টি উপকরণ মিশিয়ে নিন। চোখ এবং তার আশপাশের অঞ্চল বাদ দিয়ে গোটা মুখে মেখে নিন এই স্ক্রাব। হালকা হাতে মাসাজ করতে থাকুন। মিনিট দশেক পরে ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। শুকনো তোয়ালে দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজ়ার মেখে নিন।

তমন্নার শেখানো মাস্ক তৈরি করতে কী কী লাগবে?

উপকরণ

১ টেবিল চামচ বেসন

১ টেবিল চামচ টক দই

১ টেবিল চামচ গোলাপজল

পদ্ধতি:

ছোট একটি পাত্রে সমস্ত উপকরণ নিয়ে ঘন একটি প্যাক তৈরি করে নিন। গোটা মুখে ওই প্যাক মেখে ফেলুন। মিনিট দশেক অপেক্ষা করুন। তার পর জল দিয়ে ধুয়ে নিন। শুকনো করে মুখ মুছে নিন। তার পর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজ়ার মেখে ফেলুন।

Advertisement
আরও পড়ুন