Skin Care Tips

হেঁশেলে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই ফেশিয়াল করে নিতে পারেন, শিখে নিন পদ্ধতি

রূপচর্চাশিল্পীরা বলছেন, শখে এক-আধ বার সালোঁয় গিয়ে ফেশিয়াল করানো যেতেই পারে। তবে মুখে তেমন জেল্লা আনতে চাইলে বাড়িতে বসেই তা করা সম্ভব।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৮:২৭
DIY Facial

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই ফেশিয়াল করতে পারেন। ছবি: সংগৃহীত।

বাড়ি ফিরে রোজই নিয়ম মেনে ধাপে ধাপে মুখ পরিষ্কার করেন। তবু সালোঁয় গিয়ে খরচ করে ‘ক্লিনআপ’ না করালে মন ভরে না। প্রতি মাসে নিয়ম করে সালোঁয় ফেশিয়াল করাতে যান অনেকে। বাড়িতে এই সব করার উপায় নেই। কিন্তু বিয়েবাড়ি যাওয়ার আগে হাতে বেশি সময় না থাকলে কী করবেন? রূপচর্চাশিল্পীরা বলছেন, শখে এক-আধ বার সালোঁয় গিয়ে ফেশিয়াল করানো যেতেই পারে। তবে মুখে তেমন জেল্লা আনতে চাইলে বাড়িতে বসেই তা করা সম্ভব। সাধারণ গেরস্ত বাড়ির হেঁশেলে থাকা কয়েকটি উপকরণ দিয়েই নিষ্প্রাণ মুখের হাল ফেরাতে পারেন।

Advertisement

১) মধু, নারকেল তেলের ক্লিনজ়ার:

বাড়িতে মধু আর নারকেল তেল আছে? ব্যস, ছোট একটি পাত্রে এই দু’টি উপকরণ ভাল করে মিশিয়ে নিন। মুখে মেখে নিন ভাল করে। হালকা হাতে গোল গোল করে মাসাজ করতে থাকুন। তার পর ভিজে তুলো দিয়ে মুখ মুছে নিন।

২) চিনি, ওট্‌সের স্ক্রাব:

বাড়িতে ব্রাউন সুগার না থাকলে সাধারণ চিনি দিয়েই কাজ চলে যাবে। সকালে জলখাবারে যে ওট্‌স খান, তার থেকেই খানিকটা নিয়ে নিন। এ বার মিক্সিতে হালকা করে গুঁড়ো করে নিন এই দু’টি উপকরণ। তার সঙ্গে অলিভ অয়েল দিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করে ফেলুন। বিকল্প চাইলে নারকেল তেলও ব্যবহার করা যায়। এ বার ওই মিশ্রণ মুখে মেখে নিন। কিছু ক্ষণ রেখে হালকা হাতে মাসাজ করে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।

৩) গোলাপজলের টোনার:

মাঝেমধ্যেই তো বাড়িতে বিরিয়ানি রাঁধেন। বিরিয়ানির মশলায় যে গোলাপজল ব্যবহার করেন, সেখান থেকে খানিকটা মুখে মেখে নিন। বাড়িতে শসা থাকলে ‘গ্রেট’ করে রস বার করে নিতে পারেন। টোনার হিসাবে দু’টিই দারুণ।

৪) হলুদ, টক দইয়ের মাস্ক:

দুপুরে খাবার খাওয়ার যে টক দই খান, সেখান থেকে খানিকটা নিন, আর এক চিমটে হলুদ দিয়ে বানিয়ে ফেলুন মাস্ক। মুখে মেখে রাখুন মিনিট পনেরো। তৈলাক্ত ত্বক হলে এই মিশ্রণে সামান্য বেসন দেওয়া যেতে পারে। তার পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।

৫) অ্যালো ভেরার ময়েশ্চারাইজ়ার:

কেটেছড়ে কিংবা পুড়ে গেলে ক্ষতস্থানে অ্যালো ভেরা জেল মেখে নেন অনেকেই। ওইটিই সব শেষে মেখে নিন মুখে। ব্যস, ফেশিয়াল শেষ। ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয়, তা হলে অ্যালো ভেরার বদলে অলিভ অয়েল মাখা যেতে পারে।

Advertisement
আরও পড়ুন